গত শুক্রবার (১৩ জুন) ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েল। এর প্রতিক্রিয়ায় ইসরায়েলে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। ইরান এবং ইসরায়েলের মধ্যে হামলা ও পাল্টা হামলা এখনো চলমান রয়েছে। এরইমধ্যে, “ইসরাইলি পাইলটদের মধ্যে বিদ্রোহ শুরু, বিমানবন্দর এবং ক্যাম্প ছেরে তারা পালিয়ে যাচ্ছে” শীর্ষক ক্যাপশনে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে। 

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ভিডিওটি চলমান ইরান-ইসরায়েল সংঘাতে ইসরায়েলের পাইলটদের মধ্যে বিদ্রোহ এবং বিমানবন্দর ছেড়ে পালানোর দৃশ্যের নয়। বরং ২০২৪ সালে আয়ালন সাউথ নামক ইসরায়েলের একটি গুরুত্বপূর্ণ মহাসড়কে পুলিশ সদস্যদের একটি দল আগুন নেভানোর জন্য অগ্নিনির্বাপক যন্ত্র নিয়ে এগিয়ে যাওয়ার এবং তাদের পেছনে শত শত বিক্ষোভকারীদের অবস্থানের পুরোনো দৃশ্যকে সাম্প্রতিক সময়ে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে। 

এই বিষয়ে অনুসন্ধানে ‘Bar Peleg’ নামক এক্স অ্যাকাউন্টে ২০২৪ সালের ০৬ নভেম্বর প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত ভিডিওর মিল রয়েছে। 

ভিডিওর ক্যাপশনে বলা হয়, আয়ালন সাউথে সীমান্ত পুলিশ সদস্যরা একটি বড় দল হিসেবে অগ্রসর হয় আগুন নেভানোর জন্য অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহার করে, আর তাদের পেছনে শত শত বিক্ষোভকারী অনুসরণ করছিল। বিক্ষোভের নিয়ম ভঙ্গ করে মুখ ঢেকে রাখা এক কর্মকর্তার সঙ্গে এক বিক্ষোভকারী মুখোমুখি হয়। (অনূদিত) 

অর্থাৎ, ভিডিওটি চলমান ইরান-ইসরায়েল সংঘাতের আগ থেকেই ইন্টারনেটে রয়েছে। যা থেকে নিশ্চিত যে এটি চলমান ইরান ইসরায়েল সংঘাতের ভিডিও নয়। 

পরবর্তীতে, উক্ত ভিডিও থেকে প্রাপ্ত তথ্যের সূত্র ধরে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে Liveuamap নামক একটি প্লাটফর্মের ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। উক্ত প্রতিবেদনের শিরোনামে একই তথ্যের উল্লেখ রয়েছে এবং একই ছবি ও ভিডিওর উল্লেখ পাওয়া যায়। 

সুতরাং, ইসরায়েলের আয়ালন সাউথ সড়কে পুলিশ সদস্যদের একটি দল আগুন নেভানোর জন্য অগ্নিনির্বাপক যন্ত্র নিয়ে এগিয়ে যাওয়ার এবং তাদের পেছনে শত শত বিক্ষোভকারীদের অবস্থানের পুরোনো ভিডিওকে সাম্প্রতিক সময়ে চলমান ইরান-ইসরায়েল সংঘাতে ইসরায়েলের পাইলটদের মধ্যে বিদ্রোহ এবং বিমানবন্দর ছেড়ে পালানোর দৃশ্য দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে; যা মিথ্যা। 

এএইচ




Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews