জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) অতিরিক্ত কমিশনার ও প্রথম সচিব মো: তারেক হাসানের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। একই সাথে তার নামে থাকা ঢাকার একটি ফ্ল্যাট ক্রোক এবং ব্যাংক ও বিও হিসাবসহ সব সম্পদ অবরুদ্ধ করার আদেশ দেয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) দু’টি পৃথক আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো: সাব্বির ফয়েজ এ আদেশ দেন।

আদালতের আদেশের ফলে তারেক হাসানের দু’টি ব্যাংক হিসাব, তিনটি এফডিআর, তিনটি বিও হিসাব এবং চারটি জীবন বীমা পলিসি এখন থেকে অবরুদ্ধ থাকবে। এছাড়া তার স্থাবর সম্পদের মধ্যে ঢাকার একটি ফ্ল্যাট ক্রোক করার নির্দেশ দেয়া হয়েছে।

দুদকের আবেদনে বলা হয়, মো: তারেক হাসানের দাখিল করা সম্পদ বিবরণী যাচাই ও অনুসন্ধানের কাজ বর্তমানে চলমান রয়েছে। অনুসন্ধান চলাকালে গোপন সূত্রে জানা যায়, তিনি দেশ ছেড়ে বিদেশে পালিয়ে যেতে পারেন। তিনি পালিয়ে গেলে দুদকের অনুসন্ধান কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। তাই সুষ্ঠু তদন্তের স্বার্থে তার বিদেশ গমন ঠেকানো প্রয়োজন।

অন্য এক আবেদনে বলা হয়, অনুসন্ধানে দেখা গেছে তারেক হাসানের নামে দু’টি দলিলমূলে অর্জিত স্থাবর সম্পদ, দু’টি ব্যাংক হিসাব, তিনটি এফডিআর, তিনটি বিও হিসাব এবং চারটি জীবন বীমা পলিসি মিলিয়ে প্রায় দুই কোটি ৯৮ লাখ টাকার সম্পদ রয়েছে। গোপন সূত্রে জানা যায়, তিনি এসব সম্পদ অন্যত্র সরিয়ে নেয়ার চেষ্টা করছেন। এই সম্পদগুলো এখনই ক্রোক বা অবরুদ্ধ করা না হলে তা বেহাত হওয়ার আশঙ্কা রয়েছে। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে জরুরি ভিত্তিতে তার এসব স্থাবর সম্পদ ক্রোক ও অস্থাবর সম্পদ অবরুদ্ধ করা প্রয়োজন।

সূত্র : বাসস



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews