দীর্ঘ দেড় যুগের প্রবাসজীবন শেষে হঠাৎ করেই দেশের মাটিতে প্রত্যাবর্তন—সব মিলিয়ে যেন বাস্তব জীবনের এক রাজনৈতিক থ্রিলার সিনেমা। দেশে ফেরার পর থেকেই বিএনপি চেয়ারম্যান তারেক রহমান রাজনীতির পাশাপাশি আলোচনায় উঠে এসেছেন ভিন্ন এক মাত্রায়। সমাবেশে সরব উপস্থিতি, বার্তায় কৌশল আর ভবিষ্যৎ পরিকল্পনার ইঙ্গিত—সবকিছু মিলিয়ে তিনি এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। এরই মধ্যে আন্তর্জাতিক প্রভাবশালী সাময়িকী টাইম ম্যাগাজিন তাকে আখ্যা দিয়েছে ‘বাংলাদেশের প্রত্যাবর্তিত সন্তান’ হিসেবে, যা রাজনীতি ছাড়িয়ে বিনোদন ও কৌতূহলের জগতেও নতুন মাত্রা যোগ করেছে।

টাইম ম্যাগাজিনে প্রকাশিত প্রতিবেদনে উঠে এসেছে তারেক রহমানের ব্যক্তিগত রুচি, চিন্তাভাবনা ও অবসর যাপনের গল্পও। লন্ডনে অবস্থানকালে তার প্রিয় জায়গা ছিল ঐতিহাসিক রিচমন্ড পার্ক—যেখানে তিনি হাঁটতেন, ভাবনায় ডুবে থাকতেন কিংবা ইতিহাসের বই পড়েই সময় কাটাতেন বলে উল্লেখ করা হয়।

চমকপ্রদ তথ্য হলো—তারেক রহমানের প্রিয় চলচ্চিত্রের তালিকায় রয়েছে হলিউডের জনপ্রিয় সিনেমা ‘এয়ার ফোর্স ওয়ান’। তিনি নিজেই বলেছেন, এই সিনেমাটি তিনি প্রায় আটবার দেখেছেন! প্রতিবেদনে দাবি করা হয়, সিনেমাটির সংলাপ ও প্রতীকী বার্তা থেকেও তিনি অনুপ্রেরণা খুঁজে পান।

টাইম ম্যাগাজিনের দৃষ্টিতে, তারেক রহমান একজন তথ্যনির্ভর ও পরিকল্পনামুখী নীতিনির্ধারক। প্রতিবেদনে তার ভাবনায় থাকা নানা ভবিষ্যৎ পরিকল্পনার কথাও উঠে আসে—যার মধ্যে রয়েছে জলস্তর পুনরুদ্ধারে ১২ হাজার মাইল খাল খনন, ভূমির ক্ষয় রোধে বছরে ৫ কোটি গাছ রোপণ এবং দূষণে জর্জরিত ঢাকার জন্য ৫০টি নতুন সবুজ এলাকা গড়ে তোলার উদ্যোগ।

এছাড়া আবর্জনা থেকে বিদ্যুৎ উৎপাদন, প্রবাসী শ্রমিকদের দক্ষতা বাড়াতে কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান পুনর্গঠন এবং চাপের মুখে থাকা স্বাস্থ্যখাতে বেসরকারি হাসপাতালের সঙ্গে অংশীদারত্বের পরিকল্পনার কথাও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সবচেয়ে সিনেম্যাটিক মুহূর্ত আসে যখন নিজের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে তারেক রহমান জনপ্রিয় সুপারহিরো সিনেমা স্পাইডার-ম্যান–এর বিখ্যাত সংলাপ বলেন। তিনি বলেন, “মহান শক্তির সঙ্গে আসে মহান দায়িত্ব”—এই কথাটিতে আমি গভীরভাবে বিশ্বাস করি।


সব মিলিয়ে, টাইম ম্যাগাজিনের চোখে তারেক রহমানের এই প্রত্যাবর্তন শুধুই রাজনৈতিক ফেরত নয়; বরং এটি পরিকল্পনা, প্রতীক আর বার্তায় ভর করে তৈরি হওয়া এক নতুন অধ্যায়ের আভাস—যা রাজনীতির পাশাপাশি বিনোদনের গল্প হিসেবেও আলোচনার জন্ম দিয়েছে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews