আগের বিতর্ক: বিপাশাকে নিয়ে মন্তব্য
আনুশকার উদ্দেশে মন্তব্য করার আগে ম্রুণাল বিপাশা বসুকে নিয়েও বিদ্রুপ করেছিলেন। অবশ্য সেটা অনেক আগের। যখন সমালোচনা করেন, তখন ম্রুণাল ছোট পর্দায় ধারাবাহিকে কাজ করতেন।
তখন এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘ইশ্, এমন পেশিবহুল পুরুষালি চেহারার মেয়েকে কোনো ছেলে পছন্দ করে না।’ পরে অবশ্য তিনি বলেছিলেন, নায়িকার শরীর নিয়ে সমালোচনামূলক কথা, যা ভক্তদের কাছে একেবারেই গ্রহণযোগ্য হয়নি। ম্রুণাল ব্যাখ্যা দেন, ক্যারিয়ারের শুরুর দিকে অজ্ঞতাবশত এমন মন্তব্য করেছিলেন।
কিন্তু নতুন বিতর্ক প্রমাণ করছে, সমালোচনা তাঁকে এখনো ছাড়ছে না।