গল টেস্টের প্রথম দিন প্রথম সেশন শেষে দু’দলের পারফরম্যান্সই বলা যায় নিয়ন্ত্রিত। তবে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। ওপেনার এনামুল হক বিজয় যখন শূন্য রানে সাজঘরে ফেরেন, তখনই অস্বস্তি নেমে আসে টাইগার শিবিরে।

এরপর কিছুটা প্রতিরোধ গড়েন মুমিনুল হক ও সাদমান ইসলাম। কিন্তু থিতু হয়েও তাঁরা বেশিক্ষণ উইকেটে টিকতে পারেননি। মুমিনুল ২৯ ও সাদমান ১৪ রান করে থারিন্দু রথনায়েকের ঘূর্ণিতে কুপোকাত হন। ৩৪ রানের এই জুটির ভাঙনের পর ফের চাপে পড়ে সফরকারীরা।

তবে চতুর্থ উইকেটে ব্যাটিংয়ে নামেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও অভিজ্ঞ মুশফিকুর রহিম। চাপের মুখে তারা ধীরস্থির ও দায়িত্বশীল ব্যাটিংয়ে ইনিংস মেরামতের কাজ করেন। লাঞ্চ ব্রেক পর্যন্ত দু’জন গড়েছেন ৭১ বলে ৪৫ রানের অবিচ্ছিন্ন পার্টনারশিপ। শান্ত ২৫ এবং মুশফিক ২০ রানে অপরাজিত আছেন।

শ্রীলঙ্কার পক্ষে সবচেয়ে উজ্জ্বল ছিলেন অভিষিক্ত বাঁহাতি স্পিনার থারিন্দু রথনায়েক, যিনি নেন দুটি উইকেট। একটি উইকেট নেন পেসার ফার্নান্ডো।

প্রথম সেশন শেষে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ৯০ রান। এখনো অনেকটা পথ পাড়ি দিতে হবে বড় স্কোর গড়তে। দ্বিতীয় সেশনে শান্ত-মুশফিক জুটিই তাই নির্ধারণ করবে বাংলাদেশের প্রথম ইনিংসের ভিত কতটা শক্তিশালী হবে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews