বিজ্ঞানীরা পৃথিবীর মতো একটি নতুন গ্রহের সম্ভাব্য সন্ধান পেয়েছেন, যা মানুষের বসবাসের উপযোগী হতে পারে। গ্রহটির নাম দেওয়া হয়েছে HD 137010 b। এটি পৃথিবী থেকে প্রায় ১৫০ আলোকবর্ষ দূরে অবস্থিত এবং সূর্যের মতো একটি নক্ষত্রকে কেন্দ্র করে ঘুরছে।
অস্ট্রেলিয়ার বিজ্ঞানীদের একটি দল এই গ্রহের সন্ধান পেয়েছেন। তারা নাসার কেপলার স্পেস টেলিস্কোপের পুরোনো তথ্য বিশ্লেষণ করে এ তথ্য নিশ্চিত করেছেন। কেপলার টেলিস্কোপ ২০১৮ সালে কার্যক্রম শেষ করলেও এর সংগ্রহ করা তথ্য এখনও নতুন আবিষ্কারে কাজে আসছে।
বিজ্ঞানীদের মতে, HD 137010 b আকারে পৃথিবীর চেয়ে প্রায় ৬ শতাংশ বড়। আকার ও অবস্থানের কারণে একে ‘পৃথিবী ও মঙ্গলের মাঝামাঝি’ ধরনের গ্রহ বলা হচ্ছে। তবে ধারণা করা হচ্ছে, গ্রহটি মঙ্গলের চেয়েও ঠান্ডা হতে পারে। তাই একে ‘কোল্ড আর্থ’ বা ‘ঠান্ডা পৃথিবী’ নামেও ডাকা হচ্ছে।
এই গবেষণাটি অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব সাউদার্ন কুইন্সল্যান্ডের নেতৃত্বে পরিচালিত হয়। গবেষণার ফলাফল ২৭ জানুয়ারি বিজ্ঞানভিত্তিক সাময়িকী অ্যাস্ট্রোফিজিক্যাল জার্নাল লেটার্স-এ প্রকাশিত হয়েছে। তবে বিজ্ঞানীরা এখনো একে নিশ্চিত গ্রহ বলেননি। আরও অন্তত একটি পর্যবেক্ষণ প্রয়োজন, তাই একে ‘গ্রহ প্রার্থী’ বলা হচ্ছে।
গবেষকদের মতে, যদি এই গ্রহের অস্তিত্ব নিশ্চিত হয়, তাহলে এটি সূর্যের মতো নক্ষত্রের বাসযোগ্য অঞ্চলে (হ্যাবিটেবল জোন—যেখানে তরল পানি থাকার সম্ভাবনা থাকে) পাওয়া একমাত্র পাথুরে গ্রহ হতে পারে। এতে ভিনগ্রহে প্রাণের সম্ভাবনা খোঁজার গবেষণায় নতুন দিগন্ত খুলে যাবে।
গবেষণার প্রধান লেখক অ্যালেক্স ভেনার জানান, এই গ্রহটি বাসযোগ্য হওয়ার সম্ভাবনা প্রায় ৫০ শতাংশ। তবে গ্রহটির ভর এবং বায়ুমণ্ডলের অবস্থা সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পেতে অতিরিক্ত গবেষণা প্রয়োজন বলে জানিয়েছেন বিজ্ঞানীরা।
বিডিপ্রতিদিন/কবিরুল