এই বাড়িই এখন এলাকার গর্বের প্রতীক। গীতিকার ও সুরকার হাশিম মাহমুদকে নিয়ে হইচই পড়ে যায় মূলত ‘হাওয়া’ সিনেমার ‘সাদা সাদা কালা কালা’ গানটি প্রকাশের পর। এই গানের মাধ্যমেই তিনি পরিচিত পান সারা দেশে, এমনকি দেশের বাইরেও।
এরপর কোক স্টুডিও বাংলায় প্রকাশ পায় তাঁর ‘কথা কইয়ো না’ গানটি। ইউটিউবে এখন পর্যন্ত গানটির ভিউ ৯৩ মিলিয়নের বেশি। এটিই কোক স্টুডিও বাংলার সবচেয়ে বেশি ভিউ এনে দেওয়া গান। প্রায় দুই বছর পর আবার ২৩ আগস্ট কোক স্টুডিও বাংলায় ‘বাজি’ গানটি নিয়ে এলেন হাশিম মাহমুদ। এবার শুধু লেখা ও সুর নয়, গানটি গেয়েছেনও তিনি।
‘বাজি’ শিরোনামের গানের সুর ও কথায় এসেছে নতুন স্বাদ। আগের গান ‘সাদা সাদা কালা কালা’ যেভাবে দেশ-বিদেশে আলোড়ন তুলেছিল, এবারও সেই ধারাবাহিকতায় ভক্তদের হৃদয়ে নাড়া দিলেন হাশিম মাহমুদ। সামাজিক যোগাযোগমাধ্যমে গানটি নিয়ে চলছে ব্যাপক আলোচনা।