দেশের জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর প্রথমবারের মতো বড় পর্দায় অভিষেক ঘটাতে যাচ্ছেন ‘লিচুর বাগানে’ সিনেমার মাধ্যমে। আর সেই অভিষেকেই তিনি পেয়েছেন বাংলাদেশের চলচ্চিত্রের মেগাস্টার শাকিব খানকে সহশিল্পী হিসেবে। সিনেমাটি পরিচালনা করছেন বর্তমান সময়ের প্রতিশ্রুতিশীল নির্মাতা রায়হান রাফি। সম্প্রতি এক অনুষ্ঠানে নিজের অনুভূতি ব্যক্ত করেন সাবিলা।

"আমি সত্যিই নিজেকে খুব লাকি মনে করি। প্রথম ছবিতেই শাকিব খান ও রায়হান রাফির মতো তারকাদের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি। এর পাশাপাশি সিনেমার জন্য আমি দুটো একেবারে আলাদা ধরণের গান পেয়েছি, যেগুলোর প্রতিটিই অসাধারণ," বলেন সাবিলা।

তিনি আরও যোগ করেন, "এই গানগুলো খুব ইউনিক—একদিকে ফোকের ছোঁয়া আছে, আবার অন্যদিকে রোমান্টিক এবং মডার্ন সব কিছুই মিশে গেছে। এটাই এই গানের সবচেয়ে বড় শক্তি।"

সাবিলা জানান, গানগুলো তৈরি করেছেন জনপ্রিয় সংগীতশিল্পী প্রীতম হাসান, যিনি এর আগে 'লাগে উড়াধুরা', 'চাঁদমামা'র মতো হিট গান উপহার দিয়েছেন। তার কথায়, "এটা প্রীতম হাসানের জন্য আরও একটি বড় অর্জন বলেই আমি মনে করি। আমরা সবাই মিলে ১০০% চেষ্টা করেছি, যাতে দর্শক কিছু নতুন ও ব্যতিক্রম কিছু পান।"

সিনেমার একটি গান 'কে দিল পিরিতের বেড়া লিচুর বাগানে' ইতোমধ্যেই শ্রোতাদের মুখে মুখে ঘুরছে। সাবিলা মজা করে বলেন, "আমি খুব ভালো গান গাই না, গলাটাও একটু ভাঙা। তারপরও আপনাদের জন্য একটু গাইলাম— 'কে দিল পিরিতের বেড়া লিচুর বাগানে'।"

সব মিলিয়ে 'লিচুর বাগানে' সিনেমাটি নিয়ে দারুণ উচ্ছ্বসিত সাবিলা। তার মতে, এমন ব্যতিক্রমী প্রজেক্টে কাজ করাটা যেমন আনন্দের, তেমনি অনেক বড় দায়িত্বও। এখন শুধু অপেক্ষা মুক্তির দিনটির।


ভিডিও দেখুন: https://www.youtube.com/watch?v=4PiX3__89Qs



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews