ভারী বৃষ্টির জেরে ভারতের উত্তরকাশীতে থমকে গেল উদ্ধারকাজ। গত মঙ্গলবার দুপুরের মেঘভাঙা বৃষ্টি ও হড়কা বানের পর থেকে এখনও পর্যন্ত সেখানে ১০০০-এরও বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে। এখনও বহু মানুষ নিখোঁজ। ধুয়েমুছে যাওয়া গ্রামের ধ্বংসস্তূপের তলায়, কাদামাটি-পাথরের স্তূপের নীচে এখনও চাপা পড়ে রয়েছেন অনেকে। 

বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে খবর, ভারী বৃষ্টির জেরে রবিবার উত্তরকাশীর ধারালি গ্রামে উদ্ধারকাজ ব্যাহত হয়েছে। 

ভারতের আবহাওয়া অধিদফতর (আইএমডি) জানিয়েছে, গোটা উত্তরকাশী জেলা জুড়েই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। রবিবার সন্ধ্যা ও রাতের দিকে বিক্ষিপ্ত ভাবে কয়েকটি এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে। তা ছাড়া, দিনভর বৃষ্টিতে শুকনো মাটিও কাদায় পরিণত হয়েছে। ফলে হাঁটাচলায় বেশ বেগ পেতে হচ্ছে উদ্ধারকারী দলগুলিকে। 

আপাতত গোটা এলাকা থেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। ভারতীয় সেনা, রাজ্য সরকার এবং বিভিন্ন উদ্ধারকারী সংস্থা এক যোগে কাজ করে চলেছে। ভারতীয় সেনা বাহিনীর বিবৃতি অনুযায়ী, সেনাবাহিনী এবং অসামরিক বিমান পরিবহণ দলের তত্ত্বাবধানে এখনও পর্যন্ত মোট ৩৩টি হেলিকপ্টারের সাহায্যে ১৯৫ জন স্থানীয়কে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। তা ছাড়া, ২০০ জন পর্যটককেও ধস-কবলিত এলাকা থেকে অন্যত্র নিয়ে যাওয়া হয়েছে।



বিডি প্রতিদিন/নাজমুল



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews