কলম্বোতে শ্রীলঙ্কার বিপক্ষে হেরে ওয়ানডে সিরিজ শুরু করেছিল বাংলাদেশ। দ্বিতীয়টিতে অবশ্য ঘুরে দাঁড়ায়। সিরিজে সমতা ফেরালে তৃতীয় ও শেষ ওয়ানডে পরিণত হয় সিরিজ নির্ধারণী ম্যাচে। গুরুত্বপূর্ণ ম্যাচটিতে ব্যাটিং ধসে ৯৯ রানে হেরে সিরিজ হাতছাড়া করেছে বাংলাদেশ। ২-১ ব্যবধানে সিরিজ হারের পর বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ জানালেন, ভালো করতে আরও সময় প্রয়োজন তাদের।

পাল্লেকেলেতে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে টস জিতে আগে ব্যাটে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ২৮৫ রান করে শ্রীলঙ্কা। জবাবে নেমে ৩৯.৪ ওভারে ১৮৬ রানে গুটিয়ে যায় বাংলাদেশ।

পরাজয়ের পর পুরস্কার বিতরণী মঞ্চে মিরাজ জানান, ফল পেতে আরও সময় লাগার কথা। বলেছেন, ‘আমরা বোলিংয়ে ভালো করেছিলাম। বিশেষ করে শেষ ১০ ওভারে স্পিনাররা খুব ভালো করেছিল। এখানে বোলিং করা সহজ নয়, কারণ উইকেটটি দুর্দান্ত ছিল। তাসকিন, মোস্তাফিজ এবং স্পিনাররা খুব ভালো করেছে।’

পরাজয়ের কারণ হিসেবে মিরাজ বলেছেন, ‘উইকেট খুব ভালো ছিল, আমরা ব্যাটিংয়ের সময় ইতিবাচক থাকার চেষ্টা করেছিলাম। আমাদের চিন্তা ছিল ধরে খেলা। শেষ ১০ ওভারে চড়াও হতে চেয়েছিলাম। কিন্তু মাঝের ওভারে কোনো পার্টনারশিপ করতে পারিনি। এবং কয়েকটি উইকেট হারিয়েছিলাম ফলে শুরুটা ভালো হয়নি। আমাদের দলটা এখনও তরুণ, কিছু নতুন খেলোয়াড় আসছে। তাদের আরও সময় প্রয়োজন। সুযোগ দিলে একদিন ফল পেতে পারি।’



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews