সিরিজটি পুরোপুরি মোশাররফ করিমের ওপর দাঁড়িয়ে আছে; এটা তাঁর জার্নির গল্প। প্রায় প্রতিটি দৃশ্যেই তিনি ছিলেন। গত বছরের শেষ থেকে ‘আধুনিক বাংলা হোটেল’, ‘২ষ, ‘চক্কর ৩০২’ দিয়ে আবারও নিজর ছাপ রাখতে শুরু করেছেন মোশাররফ, এ সিরিজেও সেটা তিনি ভালোভাবেই করেছেন। তবে অনেক চরিত্রের ভিড়ে অনেকেই পুরোনো মোশাররফকে মিস করেছেন। এই সিরিজে সেই মোশাররফকে পাওয়া যাবে, যিনি রসাত্মক সংলাপ আর দুর্দান্ত মুখভঙ্গি দিয়ে পর্দা থেকে চোখ সরাতে দেন না। বউদের সঙ্গে একের পর এক চরিত্রের যে বাঁকবদল, তা তিনি ফুটিয়ে তুলেছেন ভালোভাবে। তাঁর আট বউয়ের চরিত্রে অভিনয় করেছেন তানজিকা আমিন, রুনা খান, মৌসুমী হামিদ, সাদিয়া আয়মান, রোবেনা রেজা জুঁই, ফারহানা হামিদ, সারাহ জাবিন অদিতি ও আসমা উল হুসনা বৃষ্টি।