চীনের বেইজিং শহরের প্রাণকেন্দ্রে এবার চালু হলো এক অভিনব বিপণিবিতান, ‘রোবট মল’। নাম শুনেই বোঝা যাচ্ছে, এটি শুধুই রোবটের জন্য! এই মলে মিলবে নানা ধরণের রোবট। ঘরের কাজে সহায়ক বাটলার থেকে শুরু করে মানুষের মতো দেখতে আইনস্টাইনের প্রতিরূপ রোবট পর্যন্ত।

শুক্রবার (৮ আগস্ট) আনুষ্ঠানিকভাবে চালু হওয়া এই মলটি চীনের অন্যতম রোবট-কেন্দ্রিক খুচরা বিপণিবিতান। যেখানে বিক্রি হচ্ছে ১০০টিরও বেশি ধরণের হিউম্যানয়েড এবং ভোক্তাবান্ধব রোবট।

রোবট মলকে অনেকেই তুলনা করছেন একটি গাড়ির শোরুমের সঙ্গে। কেননা এখানে শুধু বিক্রিই নয় মিলছে রোবটের খুচরা যন্ত্রাংশ, রক্ষণাবেক্ষণ ও সার্ভিসিংয়ের সুবিধাও। প্রযুক্তিপ্রেমীদের জন্য এটি যেন এক অনন্য অভিজ্ঞতা।

মলের পরিচালক ওয়াং ইফান বলেন, রোবট যদি সত্যিকার অর্থে প্রতিটি ঘরে প্রবেশ করতে চায়, তবে শুধু রোবট নির্মাতা কোম্পানির ওপর নির্ভর করলে হবে না। এ ধরনের খুচরা বিপণিবিতান দরকার, যেখানে মানুষ রোবট ছুঁয়ে দেখতে পারবে, প্রয়োজনে সার্ভিস করাতে পারবে

রোবটগুলোর দাম শুরু হচ্ছে মাত্র ২,০০০ ইউয়ান (প্রায় ২৭৮ মার্কিন ডলার) থেকে, যা বাড়তে বাড়তে কয়েক মিলিয়ন ইউয়ান পর্যন্ত হতে পারে। ফলে নানা শ্রেণি-পেশার মানুষ নিজের বাজেট অনুযায়ী রোবট কেনার সুযোগ পাচ্ছেন।

রোবট মলের সবচেয়ে আকর্ষণীয় অংশ হলো এর প্রদর্শনী ও ইন্টারঅ্যাকশন জোন। এখানে দর্শনার্থীরা কথা বলতে পারে চেস খেলা রোবটের সঙ্গে, কিংবা আদর করতে পারে কুকুর রোবটকে। শিশুদের জন্য রয়েছে শিক্ষামূলক রোবট, যা গান শেখায়, অঙ্ক করে এবং গল্পও বলে।

মলের পাশে রয়েছে একটি থিমভিত্তিক রেস্তোরাঁ, যেখানে খাবার রান্না করে রোবট রাঁধুনি এবং পরিবেশন করে রোবট ওয়েটার। ভবিষ্যতের স্বাদ পেতে চাইলে একবার ঢুঁ মারতেই হবে।

রোবট মলের উদ্বোধন সময় মিলিয়ে করা হয়েছে ‘ওয়ার্ল্ড রোবট কনফারেন্স’-এর সূচনার সঙ্গে, যা চলবে পাঁচ দিনব্যাপী। চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম বলছে, এবারের সম্মেলনে অংশ নিচ্ছে ২০০টির বেশি দেশি-বিদেশি রোবট নির্মাতা প্রতিষ্ঠান, যারা প্রদর্শন করবে ১৫০০-এরও বেশি রোবট পণ্য।

চীন ইতিমধ্যেই রোবট ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে বিপুল পরিমাণ বিনিয়োগ করেছে। শুধু গত বছরেই সরকার এ খাতে দিয়েছে ২০ বিলিয়ন ডলারের বেশি ভর্তুকি। সম্প্রতি ঘোষণা দেওয়া হয়েছে ১ ট্রিলিয়ন ইউয়ানের একটি তহবিল, যেটি কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবটিক্স স্টার্টআপদের সহায়তায় ব্যয় করা হবে।

আগামী ১৪ থেকে ১৭ আগস্ট বেইজিংয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ওয়ার্ল্ড হিউম্যানয়েড রোবট গেমস’। ২০টিরও বেশি দেশের রোবট দল অংশ নেবে ট্র্যাক অ্যান্ড ফিল্ড, ফুটবল, নাচ সহ নানা প্রতিযোগিতায়। প্রযুক্তির এই রোমাঞ্চকর খেলা দেখতে ভিড় জমাতে শুরু করেছে দেশ-বিদেশের দর্শকরা।

চীন তার ক্রমবর্ধমান বৃদ্ধ জনগোষ্ঠী এবং ধীর অর্থনৈতিক প্রবৃদ্ধির চ্যালেঞ্জ মোকাবেলায় রোবট এবং এআই'কে দেখছে ভবিষ্যতের কৌশলগত হাতিয়ার হিসেবে। রোবট মলের মত উদ্যোগগুলো সেই পথেই এক ধাপ এগিয়ে যাওয়া।

সূত্র: বিবিসি

বিডি প্রতিদিন/নাজমুল



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews