বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান নির্বাচনি প্রচারণার জন্য একটি মাল্টিমিডিয়া বাস উদ্বোধন করেছেন। যা তিনি ব্যবহার করছেন নির্বাচনি প্রচারণার কাজে। এক জায়গা থেকে অন্য জায়গায়, দেশের বিভিন্ন প্রান্তে নির্বাচনি প্রচারণার কাজে যাতায়াতের জন্য গাড়িটি বেছে নিয়েছেন তিনি।

রাজনৈতিক প্রচারণায় সময়ের সঙ্গে সঙ্গে বদলাচ্ছে কৌশল ও প্রযুক্তির ব্যবহার। পোস্টার, লিফলেট কিংবা মাইকিংয়ের পাশাপাশি এখন গুরুত্ব পাচ্ছে আধুনিক মাল্টিমিডিয়া মাধ্যম। সেই ধারাবাহিকতায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের ব্যবহৃত মাল্টিমিডিয়া বাসটি সম্প্রতি আলোচনায় এসেছে। এটি মূলত নির্বাচনী প্রচারণাকে আরও গতিশীল ও আধুনিকভাবে উপস্থাপনের একটি উদ্যোগ।

তবে সবার নজরে এসেছে বাসটির মডেল। অনেকেই সোশ্যাল মিডিয়ায় আগ্রহ প্রকাশ করছেন বাসটি মডেল এবং সুবিধা অসুবিধা জানার ব্যাপারে। এই বাসটি ব্যক্তিগত যাতায়াতের জন্য নয়, বরং বিশেষভাবে ডিজাইন করা হয়েছে রাজনৈতিক প্রচারণার কাজে ব্যবহারের জন্য।

বাসটির ভেতরে রয়েছে আধুনিক মাল্টিমিডিয়া সেটআপ, যার মাধ্যমে ভিডিও, অডিও ও ভিজ্যুয়াল বার্তা সাধারণ মানুষের কাছে সহজে পৌঁছে দেওয়া সম্ভব। বড় স্ক্রিন, উন্নত সাউন্ড সিস্টেম ও প্রয়োজনীয় প্রযুক্তিগত সরঞ্জাম থাকায় এটি একটি চলমান প্রচারণা প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে।

মাল্টিমিডিয়া বাসটি দক্ষিণ কোরিয়ার নির্মাতা প্রতিষ্ঠান হুন্দাইয়ের একটি জনপ্রিয় মডেলের ওপর ভিত্তি করে তৈরি। বিশেষজ্ঞদের মতে, এটি হুন্দাই ইউনিভার্স নভেল, ইউএক্সএন সিরিজের একটি মিডি-সাইজ বাস। যা সাধারণত দীর্ঘ দূরত্বের আরামদায়ক যাত্রা ও বিশেষ উদ্দেশ্যে ব্যবহারের জন্য পরিচিত। এই ধরনের বাসের কাঠামো শক্তিশালী হওয়ায় ভেতরে ভারী মাল্টিমিডিয়া সরঞ্জাম সংযোজন করলেও নিরাপত্তা ও স্থায়িত্ব বজায় থাকে।

বাসটি সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত এবং ভেতরের সাজসজ্জা এমনভাবে করা হয়েছে, যাতে চলন্ত অবস্থাতেও সভা, বক্তব্য প্রচার বা তথ্যভিত্তিক ভিডিও প্রদর্শন করা যায়। নির্বাচনী প্রচারণায় যেখানে এক জায়গা থেকে আরেক জায়গায় দ্রুত পৌঁছানো জরুরি, সেখানে এই মাল্টিমিডিয়া বাস কার্যকর একটি সমাধান হিসেবে ব্যবহৃত হচ্ছে।

এর আগে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান গত বছরের ২৫ ডিসেম্বর দেশে আসার পর থেকে লাল-সবুজ বুলেটপ্রুফ বাসে ভ্রমণ করছেন। নিরাপত্তার খাতিরে বাসটির জানালাগুলোতে বিশেষ বুলেটপ্রুফ কাঁচ ব্যবহৃত হয়েছে। এটি মূলত শীতাতপ নিয়ন্ত্রিত বুলেটপ্রুফ একটি মিনিবাস।

আরও পড়ুন
কতদিন পর পর গাড়ি পরিষ্কার করানো ভালো
টেসলা সাইবারট্রাক কেন আবার আলোচনার কেন্দ্রবিন্দুতে

কেএসকে



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews