৩৩ বছরের অভিনয় জীবনে প্রথমবার সেরা অভিনেতার জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতলেন বলিউড বাদশাহ শাহরুখ খান। ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত জওয়ান সিনেমার জন্যই এই সম্মান পেলেন তিনি। তবে পুরস্কার জয়ের আনন্দের মাঝেই কিং খান স্মরণ করলেন পুরনো আক্ষেপ—স্বদেশ ছবির জন্যই তাঁর এই স্বীকৃতি পাওয়া উচিত ছিল বলে মনে করেন তিনি।

শাহরুখ ভক্তরা যেমন আনন্দিত, তেমনি অনেকে প্রশ্ন তুলছেন—‘কাভি হা কাভি না’, স্বদেশ, চক দে ইন্ডিয়া-র মতো গুণী অভিনয়ের বদলে কেন মশালাধর্মী জওয়ান-এর জন্য জাতীয় পুরস্কার? সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে এ নিয়ে তুমুল আলোচনা।

২০০৫ সালে হাম তুম ছবির জন্য সেরা অভিনেতার জাতীয় পুরস্কার পেয়েছিলেন সাইফ আলি খান। সে সময় এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পরিচালক কুণাল কোহলিকে শাহরুখ জানিয়েছিলেন, “আমি সবার সিনেমা ভালোবাসি, হাম তুমও পছন্দ হয়েছে। কিন্তু মনে হয় স্বদেশ ছবির জন্য আমারও পুরস্কার পাওয়া উচিত ছিল।”

২০২৩ সাল ছিল শাহরুখের পুনর্জাগরণের বছর। একের পর এক ব্যর্থতার পর পাঠান, জওয়ান এবং ডাঙ্কি ফের ফিরিয়ে আনে ‘শাহরুখ রাজত্ব’। তবে সমালোচকদের মতে, জওয়ান মূলত বাণিজ্যিক বিনোদনধর্মী ছবি, যেখানে অভিনয়ের তুলনায় প্রযুক্তি ও গ্রাফিক্সই বেশি আকর্ষণীয়।

শাহরুখ নিজেও একসময় মনে করতেন, তাঁর সেরা জাতীয় স্বীকৃতি পাওয়ার মতো অভিনয় ছিল স্বদেশ কিংবা চক দে ইন্ডিয়া-তে। এবার পুরস্কার জয়ের পর সেই আক্ষেপ আবারও মনে করিয়ে দিলেন তিনি।

বিডি প্রতিদিন/আশিক



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews