জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে এই বিশেষ প্রদর্শনীর ভাবনাটা বাস্তবায়নের শুরু প্রায় তিন মাস আগে। তখনো আমরা স্থবির—কিছুই ভাবতে পারছি না, মাথার ভেতর শুধুই ঘুরপাক খাচ্ছে জুলাই-আগস্টে ঘটে যাওয়া নারকীয় হত্যাযজ্ঞ। এত বিপুল প্রাণের আত্মত্যাগ, এত নিষ্ঠুর হত্যাযজ্ঞ স্বাধীনতার পর আর কোনো দিন কি দেখেছে বাংলাদেশ!  

জুলাই গণ–অভ্যুত্থানের কঠিন সময়েও ঝুঁকি নিয়ে প্রথম আলোর সহকর্মীরা পেশাদারত্বের সঙ্গে সাংবাদিকতা করেছেন। প্রদর্শনীর পরিকল্পনার সময় তাই ১ জুলাই থেকে ৬ আগস্টের প্রথম আলোকে আলাদা করে দেখা হলো, আবারও ফিরে দেখা জুলাই অভ্যুত্থানের খবরাখবর। দর্শকের কাছে প্রদর্শন যাতে ভারাক্রান্ত না লাগে, তাই তালিকা সংক্ষিপ্ত করা হলো। আন্দোলনের সময় হাজার হাজার ছবি তুলেছেন প্রথম আলোর আলোকচিত্রীরা, জুলাই গণ–অভ্যুত্থানের সচিত্র দলিল হিসেবে এগুলোর গুরুত্ব অপরিসীম। তার মধ্য থেকে ৩০টি চিত্র বাছাই করাটা সহজ ছিল না। একইভাবে প্রায় ২ হাজার সংবাদ থেকে চূড়ান্তভাবে ১৫টি বাছাই করাও ছিল সময়সাপেক্ষ।  



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews