একজন ফুটবলের সর্বকালের সেরাদের একজন, অন্যজন ক্রিকেট ইতিহাসের অবিস্মরণীয় কিংবদন্তি। দুই ভিন্ন ভুবনের দুই মহাতারকা এক ফ্রেমে ধরা দিলেন মুম্বাইয়ে। রবিবার ভারতের ঐতিহাসিক ওয়াংখেড়ে স্টেডিয়াম-এ আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে ক্রিকেট কিংবদন্তি শচীন টেন্ডুলকার নিজের আইকনিক ১০ নম্বর ওয়ানডে জার্সি উপহার দেন ফুটবল মহাতারকা লিওনেল মেসিকে।

শচীনের দেওয়া স্মারক জার্সিটি গ্রহণ করে উচ্ছ্বাস প্রকাশ করেন আর্জেন্টিনার ‘নাম্বার টেন’ মেসি। পাল্টা সম্মান ও সৌজন্যের নিদর্শন হিসেবে মেসি শচীনকে উপহার দেন বিশ্বকাপের একটি বল- যা দুই কিংবদন্তির পারস্পরিক শ্রদ্ধা ও ক্রীড়া বন্ধুত্বের অনন্য উদাহরণ হয়ে থাকে।

অনুষ্ঠানজুড়ে দর্শকদের করতালিতে মুখরিত হয়ে ওঠে ওয়াংখেড়ে। দুই কিংবদন্তিকে একসঙ্গে দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন উপস্থিত ক্রীড়ানুরাগীরা। সামাজিক যোগাযোগমাধ্যমেও মুহূর্তেই ভাইরাল হয় শচীন-মেসির একসঙ্গে তোলা ছবি ও ভিডিও।

ফুটবল ও ক্রিকেট- দুটি ভিন্ন ভুবনের হলেও এই সাক্ষাৎ প্রমাণ করে খেলাধুলার ভাষা এক ও অভিন্ন। মাঠের সীমানা পেরিয়ে পারস্পরিক সম্মান, ভালোবাসার এমন বন্ধনই হয়ে উঠল এই আয়োজনের মূল আকর্ষণ। ক্রীড়াজগতের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে শচীন টেন্ডুলকার ও লিওনেল মেসির এই বিশেষ মুহূর্ত।

সূত্র : এএফপি

বিডি-প্রতিদিন/তানিয়া



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews