ফ্যাশন–জগতের সবচেয়ে জমকালো আয়োজন মেট গালা নিয়ে এখন সরগরম ফ্যাশন পাড়া। মাসের প্রথম সোমবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্টে আসর বসে দুনিয়ার সেরা তারকাদের। এ বছরের মেট গালার থিম ছিল ‘সুপারফাইন: টেইলরিং ব্ল্যাক স্টাইল’। 

পোশাকশিল্পী অনামিকা খন্নার নকশা করা পোশাকে মেট গালায় হাজির হয়েছিলেন রিলায়েন্স জিও ইনফোকমের পরিচালক ইশা আম্বানি। তিনি পরেছিলেন ওয়েস্টকোট, ওয়াইড লেগ্ড প্যান্ট এবং লং ওভারকোট। তবে পোশাকের ধরন বিদেশি হলেও তার পরতে পরতে ভারতীয়ত্বের ছোঁয়া রেখেছেন পোশাকশিল্পী অনামিকা খন্না।

ইশার জন্য অনামিকা যে পোশাকটি তৈরি করেছেন, তার ওভারকোটটি নির্মিত হয়েছে হাতে বোনা বেনারসি কাপড় দিয়ে। তার পাড় বরাবর রয়েছে জরদৌসি জরির কাজ এবং সুতোর ফুলকারি নকশা। ওয়েস্টকোটটিতেও ঠাসা জরদৌসি কাজ। প্যান্ট এবং কোটের দু’পাশে দেওয়া হয়েছে চুনি এবং পান্নার মতো দেখতে পাথরের নকশা করা বোতাম।

ইশার পোশাকের পরিকল্পনা করেছিলেন বলিউডের তারকা পোশাক পরিকল্পক অনিতা শ্রফ আদজানিয়া। তিনিই যোগাযোগ করেন অনামিকার সঙ্গে। অনিতা জানাচ্ছেন, ইশা তার মা নীতা আম্বানীর মতোই ভারতীয় শিল্প এবং ঐতিহ্যকে আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরার ব্যাপারে আগ্রহী ছিলেন। তাই ইশার ইচ্ছেকে প্রাধান্য দিয়েই নকশা করা হয়েছে পোশাকের। 

ইশা যে গয়নাগুলো পরেছিলেন, বেশির ভাগই ছিল মা নিতা আম্বানির। সবকিছু ছাপিয়ে নজর কাড়ে ইশার গলায় থাকা হীরার বড় গয়নাটি। গুজরাতের জামনগর যা আগে নয়ানগর বলে পরিচিত ছিল, সেখানকার মহারাজার হীরের নেকলেস এটি। মায়ের সংগ্রহ থেকে গয়নাটি পরেছিলেন ইশা। এ নেকলেসটি নিয়েই তৈরি হয়েছিল ওশানস ৮ ছবিটি। ওশেনস ৮-এ অ্যান হ্যাথওয়ের জন্য বিখ্যাতভাবে পুনর্নির্মাণ করা হয়েছিল নেকলেসটি (জিরকোনিয়াম অক্সাইড দিয়ে)। গয়নার বর্তমান দাম ১৫০ মিলিয়ন ডলার (১ হাজার ৮২০ কোটি ৪৮ লাখ টাকা)।

ভিনটেজ-অনুপ্রাণিত নেকলেসে ৪৮১ দশমিক ৪২ ক্যারেট ওজনের ৮৯টি পাথর রয়েছে; নেকলেসের কুশনের মধ্যে সবচেয়ে বড় হীরাটি ৮০ দশমিক ৭৩ ক্যারেট হীরা কেটে তৈরি।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews