সংবাদ সম্মেলনে আমির জানান যে ভারতের মোট জনসংখ্যার মাত্র ২ থেকে ৩ শতাংশ মানুষ সিনেমা হলে গিয়ে সিনেমা দেখেন। তাঁর ভাষ্যে, ‘ইউপিআই আসার পর ডিজিটাল পেমেন্ট ভারতীয়দের জন্য অনেক সুবিধাজনক হয়ে উঠেছে। তাই আমি মনে করি যে ডিজিটাল মাধ্যমে আসার জন্য এটা সঠিক সময়। আমার মতে, ইউটিউব এমন এক প্ল্যাটফর্ম, যা সবাই ব্যবহার করেন। যেকোনো ডিভাইসে এটা চালানো যায়। এক দিনে প্রায় ৫৫ কোটি ভারতীয় ইউটিউব ব্যবহার করেন। তাই আমার মনে হয়েছিল যে ইউটিউবে এলে আমি আমার কাহিনি সব জায়গায় দেখাতে পারব। আর ইউপিআইয়ের সাহায্যে সব ভারতীয় সহজে এর পেমেন্ট করতে পারবেন।’
নবীনকে আহ্বান
আমির জানান যে কিছুদিন পর থেকে ‘আমির খান প্রোডাকশন’ প্রযোজিত প্রায় সব ছবি তাঁর ইউটিউব চ্যানেলে দেখা যাবে। সিনেমার প্রতি প্রেম থেকে আমির নবীন নির্মাতাদের নতুন প্ল্যাটফর্ম দিতে চলেছেন। অভিনেতা জানান, ‘অনেক নবাগত পরিচালক আছেন, যাঁরা তাঁদের ছবি আনার জন্য প্ল্যাটফর্ম পান না। তাঁদের ছবি আমাদের পছন্দ হলে সেসব ছবি আমার ইউটিউব চ্যানেলে রিলিজ করব। তাই শুধু আমার ছবি, নতুনদের আমরা সুযোগ দেব। আমার বাবার (তাহির হুসেন) প্রযোজিত ‘অনামিকা’, ‘খুন কী পুকার’সহ আরও ছবি ‘আমির খান টকিজ’-এ মুক্তি দেওয়া হবে। আমাদের এই মডেল সাবস্ক্রিপশন ভিত্তিক নয়, “পে-পার-ভিউ”ভিত্তিক। ১০০ রুপির বিনিময়ে ছবি দেখা যাবে।