বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন আট ঘণ্টার বেশি কাজ করবেন না— এই শর্ত রেখে বেশ কয়েকটি কাজ হারিয়েছেন। আর বেশি পারিশ্রমিকের দাবিও ছিল তার আরেকটি কারণ। প্রথমে তিনি বাদ পড়েন সন্দীপ রেড্ডি বাঙ্গার ‘স্পিরিট’ সিনেমা থেকে। সেই সিনেমায় তার জায়গায় অভিনয় করেছেন অভিনেত্রী তৃপ্তি দিমরি। এমনই আরও একটি সিনেমায় এবার দীপিকা পাড়ুকোনের জায়গায় অভিনয় করছেন অভিনেত্রী সাই পল্লবী। 

দীপিকা পাড়ুকোনের আট ঘণ্টার কাজের দাবি নিয়ে অনেক দিন ধরেই আলোচনা-সমালোচনা চলছে বলিপাড়াসহ সামাজিক মাধ্যম নেটদুনিয়ায়। এই আট ঘণ্টার দাবির পরিপ্রেক্ষিতে হাতছা়ড়া হয় সিনেমা ‘কল্কি ২৮৯৮ এডি'র সিক্যুয়েলও। 

‘কল্কি ২৮৯৮ এডির সিনেমায় অতিগুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন দীপিকা পাড়ুকোন। সেই চরিত্রটি ছাড়া সিক্যুয়েল প্রায় অসম্ভবই ছিল। কিন্তু কাজে ‘দায়বদ্ধতার অভাবের’ দরুণ নাকি বাদ পড়েছেন অভিনেত্রী। এ দাবি নির্মাতাদের। 

আরও পড়ুন

আরও পড়ুন

সারার পর ইব্রাহিমকে ‘নির্লজ্জ’ বললেন ওরি

সারার পর ইব্রাহিমকে ‘নির্লজ্জ’ বললেন ওরি

নাগ অশ্বিন পরিচালিত সেই সিনেমাতেই দীপিকা অভিনীত চরিত্রে সাই পল্লবীকে দেখা যাবে বলে গণমাধ্যম সূত্রে জানা গেছে। তবে নির্মাতাদের তরফ থেকে এখনো কোনো কিছু জানানো হয়নি। 

‘কল্কি ২৮৯৮ এডি’ সিনেমার দর্শকদের অবশ্য অনুমান— সিক্যুয়েলে হয়তো দীপিকার চরিত্রটিকে মৃত হিসাবে দেখানো হবে। নতুন একটি চরিত্রে পরিচয় করানো হবে সাইকে। অভিনেত্রীর তরফ থেকেও এখনো কোনো বক্তব্য পাওয়া যায়নি। 

অভিনেত্রী দীপিকা পাড়ুকোন এ সিনেমা থেকে বাদ পড়ার পর প্রথমে শোনা গিয়েছিল, এ চরিত্রে হয়তো আলিয়া ভাটকে দেখা যাবে। এখন দেখার বিষয়— সত্যিই এ চরিত্রে সাই পল্লবীকে দেখা যাবে কিনা। 

ঠিক কেন বাদ পড়েছিলেন দীপিকা এ সিনেমা থেকে? প্রভাস অভিনীত সিনেমায় থেকে বাদ পড়ার আগে ২০ দিন শুট করে ফেলেছিলেন অভিনেত্রী। কাজ শুরুর পরেই নাকি ঝামেলা শুরু। কী হয়েছিল? 

এ বিষয়ে প্রযোজনা সংস্থার ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, দীপিকা পাড়ুকোন নাকি তার পারিশ্রমিক ২৫ শতাংশ বাড়িয়ে দিতে বলেন। সেই সঙ্গে ৭-৮ ঘণ্টার বেশি কাজ না করতে পারার শর্তও দিয়েছিলেন তিনি। তার পরেই নির্মাতারা বিবৃতিতে প্রকাশ করেন— তাদের সিনেমায় আর দীপিকা অভিনয় করবেন না। 



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews