ভেনেজুয়েলায় মার্কিন সামরিক হস্তক্ষেপের সমালোচনা করে লাতিন আমেরিকার দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো।
বুধবার (২৯ জানুয়ারি) পানামায় ডেভেলপমেন্ট ব্যাংক অফ ল্যাটিন আমেরিকা এবং দ্য ক্যারিবিয়ান আয়োজিত ল্যাটিন আমেরিকা অ্যান্ড ক্যারিবিয়ান ইন্টারন্যাশনাল ইকোনমিক ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান।
তিনি বলেন, আমরা চাই না কারাকাস বা আমেরিকার কোনও দেশ উত্তর বা দক্ষিণ দিক থেকে ক্ষেপণাস্ত্রের লক্ষ্যবস্তুতে পরিণত হোক। আমাদের জনগণ ইতিহাসকে এমনভাবে রূপ দিয়েছে যাতে আমরা নিজেদেরকে ল্যাটিন আমেরিকান এবং ক্যারিবিয়ান সভ্যতা হিসেবে বৈচিত্র্যময়, অত্যন্ত ভিন্ন, তবুও আন্তঃসংযুক্ত হিসেবে দেখতে শুরু করেছি।
আন্তর্জাতিক চ্যালেঞ্জের প্রতি দৃষ্টি আকর্ষণ করে পেট্রো যুক্তি দেন, মাদক পাচার, জলবায়ু সংকট এবং প্রতিনিয়ত সংঘাতের মতো বৈশ্বিক হুমকি মোকাবেলার একমাত্র উপায় হল আঞ্চলিক স্থিতিশীলতা এবং ঐক্যবদ্ধ হওয়া।
ল্যাটিন আমেরিকার আসল শক্তি ক্ষেপণাস্ত্র বা অর্থ থেকে আসে না বলে জোর দিয়ে পেট্রো বলেন, প্রকৃতি, সাংস্কৃতিক বৈচিত্র্য এবং যুদ্ধের পরিবর্তে বিশ্বকে একটি শান্তিপূর্ণ বিকল্প প্রদানের সন্ধানে নিহিত। আমরা কী খণ্ডিত ও বিচ্ছিন্ন থাকতে রাজি হব, নাকি আমরা একটি প্রকৃত ঐক্য গড়ে তুলব?
এদিন আমেরিকা অ্যান্ড ক্যারিবিয়ান ইন্টারন্যাশনাল ইকোনমিক ফোরামে ব্রাজিল,পানামা,বলিভিয়া, জ্যামাইকা, ইকুয়েডর এবং গুয়াতেমালার প্রেসিডেন্ট ফোরামে যোগ দিয়েছিল।
বিডি প্রতিদিন/কামাল