কোচের সাথে বিদ্রোহ করে জাতীয় দলে নেই সাবিনা খাতুন। তবে মাঠেই আছেন নারী ফুটবলের সাবেক এই অধিনায়ক। গতরাতে তো গড়েছেন অনন্য এক কীর্তি, একাই দিয়েছেন ৭ গোল!
জাতীয় দলের বিরতিতে ভুটানে খেলতে গিয়েছেন বাংলাদেশ দলের বেশ কয়েকজন নারী ফুটবলার। যেখানে পারো এফসির হয়ে খেলছেন সাবিনা, ঋতুপর্ণা, মনিকা ও সুমাইয়া।
সেখানে গোল বন্যা বইয়ে দিচ্ছেন এই চার ফুটবলার। সাবিনার ৭ গোলের সাথে ঋতুপর্ণাও করেন ডাবল হ্যাটট্রিক, দিয়েছেন ৬ গোল। এছাড়া সুমাইয়া ৪ ও মনিকা করেন ২ গোল।
বাংলাদেশের এই চার ফুটবলার মিলেই করেন ১৯ গোল। সব মিলিয়ে বুধবার পারো এফসি ২২-০ গোলে হারিয়েছে ফুটসিলিং এফসিকে।
পারো এফসি’র গত ম্যাচে সেরা খেলোয়াড়ের পুরস্কার পেয়েছিলেন বাংলাদেশের সুমাইয়া। আজো সেরা খেলোয়াড়ের স্বীকৃতি বাংলাদেশের ফুটবলারের হাতেই।
এই নিয়ে ভুটান লিগে সাবিনার সপ্তম হ্যাটট্রিক হলো। তার মোট গোল ২৩টি। ম্যাচসেরা হয়ে সাবিনা বলেছেন, ‘আমার অনেক ভালো লাগছে। দলের সবার সহযোগিতায় সাফল্য এসেছে।’