গাইবান্ধা সরকারি কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন রাষ্ট্রদূত ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব (পিআরএল) রুহুল আল সিদ্দিকী।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে কলেজ মাঠে মশাল প্রজ্জ্বলন করে ক্রীড়া প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন অনুষ্ঠানের সভাপতি কলেজ অধ্যক্ষ প্রফেসর সুলতান মাহমুদ। এতে বিশেষ অতিথি ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর আব্দুর রশিদ।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন প্রধান অতিথির সহধর্মিণী সামসাদ আরা, উপাধ্যক্ষের সহধর্মিণী তাজনুর আফজা, ক্রীড়া প্রতিযোগিতার আহ্বায়ক- শিক্ষক পরিষদের সম্পাদক মাসুদুর রহমান প্রমুখ। অনুষ্ঠান উপস্থাপন করেন বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মশিউর রহমান, দর্শন বিভাগের সহকারী অধ্যাপক এবিএম জিলুর রহমান ও রাষ্ট্র বিজ্ঞান বিভাগের প্রভাষক শারমিন চৌধুরী। অনুষ্ঠানে কলেজের বিভিন্ন বিভাগের প্রধান ও শিক্ষকমন্ডলী উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রদূত রুহুল আল সিদ্দিকী বলেন, ছাত্রছাত্রীদের শুধু পাঠ্যপুস্তকের মধ্যেই সীমাবদ্ধ থাকলে প্রকৃত শিক্ষা লাভ হবে না, তাদেরকে নৈতিক শিক্ষায় শিক্ষিত হতে হবে। দেশপ্রেমিক হিসেবে গড়ে উঠতে ইতিহাস ঐতিহ্য ও মুক্তিযুদ্ধের চেতনায় জ্ঞান অর্জন করতে হবে। তিনি বলেন, শিক্ষার্থীদের শারীরিক সুস্থতা ও মানসিক বিকাশে খেলাধুলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের শৃঙ্খলা, ধৈর্য, আত্মবিশ্বাস ও দলগত চেতনা গড়ে ওঠে।

অনুষ্ঠানে প্রতিযোগিতায় বিজয়ী ২৩টি ইভেন্টে ৭৯ জন ছাত্রছাত্রীকে পুরস্কৃত করা হয়।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews