ক্রিশ্চিয়ানো রোনালদোর সতীর্থ ছিলেন তিনি। লিভারপুলের হয়ে গেল মৌসুমেও জিতেছিলেন প্রিমিয়ার লিগ শিরোপা। ডিয়োগো জোটার নামের পাশে সবকিছুকে অতীতকালে ব্যবহার করতে হচ্ছে এখন। কারণ তিনি চলে গেছেন না ফেরার দেশে। সড়ক দুর্ঘটনায় ২৮ বছর বয়সেই প্রাণ হারিয়েছেন পর্তুগিজ এই ফুটবলার।

শুধু জোটা নন, সে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তার ভাই আন্দ্রে সিলভাও। সিলভাও ফুটবলারই ছিলেন, ২৬ বছর বয়সী এই খেলোয়াড় খেলছিলেন পর্তুগিজ ক্লাব পেনাফিয়েলে।

স্পেনের জামোরা প্রদেশে এই দুর্ঘটনার শিকার হয়েছেন জোটা। তার ভাই আন্দ্রে সিলভার সঙ্গে তিনি ঘুরতে বেরিয়েছিলেন। সে যাত্রাই শেষ যাত্রা হয়ে রইল তার।

জামোরা প্রাদেশিক কাউন্সিল একটি বার্তায় জানিয়েছে, পালাসিওস দে সানাব্রিয়ার কাছে তাদের গাড়িতে আগুন ধরে যায়। কিছুক্ষণের মধ্যেই স্থানীয় ফায়ার সার্ভিস ঘটনাস্থলে যায়। তবে ততক্ষণে আর কিছুই করার ছিল না তাদের। প্রাথমিকভাবে দুর্ঘটনার কারণ হিসেবে ধরা হচ্ছে গাড়িতে যান্ত্রিক ত্রুটিকেই।

২০১৯ সালে পর্তুগালের হয়ে অভিষেক হয় তার। এরপর থেকে ৪৯ ম্যাচে তিনি করেছেন ১৪ গোল। দলটির হয়ে ২০১৯ ও ২০২৫ নেশন্স লিগ শিরোপা জিতেছিলেন তিনি। এছাড়া ২০২১ সালে লিভারপুলের হয়ে অভিষিক্ত হওয়ার পর তিনি করেছেন ১২৩ ম্যাচে ৪৭ গোল। দলটির হয়ে তিনি জিতেছেন একটি প্রিমিয়ার লিগ ও একটি এফএ কাপ শিরোপা। একবার চ্যাম্পিয়ন্স লিগের রানার্সআপও হয়েছিলেন অলরেডদের হয়ে। 



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews