জাপানের বিশ্বখ্যাত অটোমোবাইল জায়ান্ট টয়োটা মটরস তাদের সহযোগী প্রতিষ্ঠান 'টয়োটা ইন্ডাস্ট্রিজ' (TICO)-কে সম্পূর্ণ নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার যে পরিকল্পনা করেছে, তা এখন এক উত্তপ্ত যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে।

একদিকে রয়েছে টয়োটা পরিবারের দীর্ঘদিনের ঐতিহ্য, আর অন্যদিকে মার্কিন অ্যাক্টিভিস্ট ইনভেস্টর এলিয়ট ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্টের কড়া বাণিজ্যিক হিসাব।

অফারের অঙ্ক বাড়লেও সন্তুষ্ট নয় বিনিয়োগকারীরা

চলতি মাসের মাঝামাঝি সময়ে টয়োটা মটরস তাদের পূর্বের প্রস্তাবিত দাম থেকে ১৫ শতাংশ বাড়িয়ে প্রতি শেয়ারের মূল্য ১৮,৮০০ ইয়েন নির্ধারণ করেছে। এই বিশাল চুক্তির আর্থিক মূল্য প্রায় ২৭.৮ বিলিয়ন ডলার। তবে এই বর্ধিত অফারকেও 'যথেষ্ট নয়' বলে সাফ জানিয়ে দিয়েছে এলিয়ট ইনভেস্টমেন্ট।
এলিয়ট, যাদের হাতে টয়োটা ইন্ডাস্ট্রিজের ৬.৭ শতাংশ শেয়ার রয়েছে, তাদের দাবি—টয়োটা ইন্ডাস্ট্রিজের প্রকৃত বাজারমূল্য এই প্রস্তাবিত দামের চেয়েও অন্তত ৪০ শতাংশ বেশি। তাদের অভিযোগ, টয়োটা মটরস অত্যন্ত সস্তায় এই প্রতিষ্ঠানটিকে কুক্ষিগত করতে চাইছে।

চেয়ারম্যান আকিও তোয়োদার ব্যক্তিগত অবস্থান

এই লড়াইটি কেবল প্রাতিষ্ঠানিক নয়, বরং ব্যক্তিগত পর্যায়েও মোড় নিয়েছে। টয়োটা চেয়ারম্যান আকিও তোয়োদা ব্যক্তিগতভাবে প্রায় ৬৫ লাখ ডলার বিনিয়োগ করে টয়োটা ইন্ডাস্ট্রিজে নিজের অংশীদারিত্ব ০.৫ শতাংশে উন্নীত করার প্রক্রিয়া শুরু করেছেন। বিশ্লেষকদের মতে, জাপানি করপোরেট ইতিহাসে কোনো চেয়ারম্যানের এভাবে ব্যক্তিগতভাবে একটি চুক্তিতে সরাসরি অংশ নেওয়া বিরল ঘটনা, যা মূলত কোম্পানিটির ওপর তোয়োদা পরিবারের নিয়ন্ত্রণ রক্ষার মরিয়া প্রচেষ্টা।

কেন এই সংঘাত গুরুত্বপূর্ণ?

জাপানের শেয়ার বাজারে বর্তমানে 'ক্রস-শেয়ারহোল্ডিং' (একই গ্রুপের বিভিন্ন কোম্পানি একে অপরের শেয়ার ধরে রাখা) প্রথা ভেঙে ফেলার জন্য বড় ধরনের চাপ রয়েছে। টয়োটার এই পদক্ষেপকে সেই সংস্কারের অংশ হিসেবে দেখা হলেও, এলিয়টের মতো বিনিয়োগকারীরা একে করপোরেট সুশাসনের অভাব এবং বিনিয়োগকারীদের ঠকানোর প্রক্রিয়া হিসেবে চিহ্নিত করছে।
ভবিষ্যৎ কোন দিকে?

এলিয়ট ইনভেস্টমেন্ট বর্তমানে অন্য ক্ষুদ্র শেয়ারহোল্ডারদের সাথে যোগাযোগ করছে যাতে তারা এই প্রস্তাবটি প্রত্যাখ্যান করে। যদি বড় সংখ্যক শেয়ারহোল্ডার বেঁকে বসেন, তবে টয়োটাকে হয় দাম আরও বাড়াতে হবে, নয়তো কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় এই ব্যবসায়িক পরিকল্পনা থেকে পিছিয়ে আসতে হবে।

জাপানের রক্ষণশীল করপোরেট সংস্কৃতি কি বিশ্ববাজারের আগ্রাসী বিনিয়োগকারীদের কাছে নতি স্বীকার করবে? উত্তরটি এখন বিনিয়োগকারীদের ভোটাভুটির ওপর নির্ভর করছে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews