নারায়ণগঞ্জের ফতুল্লায় গণপিটুনিতে কামরুল (২৭) নামে এক ছিনতাইকারী নিহত হয়েছে।

রোববার রাত ১০টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে এদিন দুপুর ১টার দিকে শিয়াচর তক্কার মাঠ এলাকায় তিনি গণপিটুনির শিকার হন।

কামরুল চাদপুর জেলার হাইমচর থানার হাইমচরের মাইনুদ্দিন পাটোয়ারি ওরফে হুমায়ুন কবির ওরফে জাহাঙ্গীরের ছেলে।

স্থানীয়রা জানায়, কামরুল একজন পেশাদার ছিনতাইকারী। তার বিরুদ্ধে হত্যা, ছিনতাই, চাঁদাবাজি, অপহরণসহ অনেক মামলা রয়েছে।

ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গণপিটুনির শিকারের পর সংবাদ পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে প্রথমে নারায়নগঞ্জ হাসপাতালে এবং পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখানে রাত ১০টার দিকে তার মৃত্যু হয়। যতটুকু জানতে পেরেছি তার বিরুদ্ধে নানা অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগসহ ফতুল্লা থানায় একাধিক মামলা রয়েছে।

বিষয়টি আইনি প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews