চট্টগ্রামের পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জায়েদ মো: নাজমুন নূরকে আন্দোলনের মুখে প্রত্যাহার করেছে জেলা পুলিশ।

গতকাল বুধবার রাত সাড়ে ১০টার দিকে তাকে দায়িত্ব থেকে সরিয়ে ডিআইজি রেঞ্জ অফিসে বদলি করা হয়েছে বলে জানিয়েছেন থানার ডিউটি অফিসার জামশেদ আলম।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) আন্দোলনের মুখে তাকে প্রত্যাহার করা হয়েছে বলে জানা গেছে।

এর আগে পটিয়া থানার ওসির অপসারণ ও শাস্তির দাবিতে বুধবার বেলা ১১টা থেকে টানা আট ঘণ্টা ধরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়ার ইন্দ্রপুল-সংলগ্ন সড়ক অবরোধ করে রাখে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।

এতে ওই সড়কের দুই পাশে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এতে তীব্র যানজট, ভোগান্তিতে পড়েন হাজারো যাত্রী।

পরে সেনাবাহিনীর সদস্যসহ উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে মহাসড়ক অবরোধ প্রত্যাহারের ঘোষণার দেন বিক্ষোভকারীরা।

একই দাবিতে জাতীয় নাগরিক পার্টির বিক্ষুব্ধ নেতাকর্মীরা চট্টগ্রাম নগরের জাকির হোসেন সড়কে ডিআইজি কার্যালয়ের সামনে তিন ঘণ্টা অবস্থান নেন।

এনসিপি নেতাদের অভিযোগ, নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের এক স্থানীয় নেতাকে স্থানীয় জনতা আটক করে পটিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করলেও তার বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেয়নি পুলিশ।

তার নামে মামলা না থাকায় পুলিশ শুরুতে গ্রেফতার করতে অস্বীকৃতি জানায়। এতে ক্ষুব্ধ হন তাকে আটককারীরা।

সূত্র : বিবিসি



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews