চট্টগ্রামের হাটহাজারীতে আট ফুট দৈর্ঘ্যের একটি অজগর সাপ উদ্ধার করে জঙ্গলে অবমুক্ত করা হয়েছে। অজগরটি হাটহাজারী পৌরসভার আলমপুর আদর্শ গ্রামের আলিপ অ্যাগ্রো ফার্মের পাশে জালে আটকে ছিল।

মঙ্গলবার(১৭ জুন) বিকেল ৫টার দিকে ওয়াইল্ডলাইফ অ্যান্ড স্নেক রেসকিউ টিমের সদস্য ও চট্টগ্রামের প্রতিনিধি রেজাউল করিম রাকিব ও তার সহযোগী রাজু মাহমুদ অজগরটি উদ্ধার করেন।

রাকিব হোসেন নয়া দিগন্তকে জানান, উদ্ধার করা সাপটি লম্বায় আট ফুট এবং ওজন ১০ কেজি। সাপটি অসুস্থ বা আঘাতপ্রাপ্ত হলে চিকিৎসা দেয়া হতো। উদ্ধারের পর সুস্থ থাকায় বন বিভাগের কর্মকর্তা হাটহাজারী রেঞ্জার সাইফুল ইসলামের মাধ্যমে সাপটি জঙ্গলে অবমুক্ত করা হয়েছে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews