গল টেস্টে তিন-তিনটি ব্যক্তিগত মাইলফল থেকে বঞ্চিত হয়েছেন তিন তারকা। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত আউট হয়েছেন ১৪৮, অভিজ্ঞ মুশফিকুর রহিম ১৬৩, আর লিটন দাস ৯০ রানে! তাতেই আজ (বুধবার) বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় দিনে প্রথম ইনিংসে ১৫১ ওভারে ৯ উইকেটে ৪৮৪ রান তুলেছে বাংলাদেশ।

শান্তর ইনিংসে প্রশান্তি মিশে ছিল। নির্ভার থেকে, ঠান্ডা মাথায়, নিয়ন্ত্রিত ১৪৮ রানের ইনিংস খেলেছেন তিনি। ১৫টি দারুণ চারের সঙ্গে ছিল এক ছক্কা। তবে আরও ভালো না হওয়ার আক্ষেপ আছে। দেড়শ’ রানে যেতে পারেননি তিনি। আগের দিনই মুশফিক তার কাছে একটা ডাবল সেঞ্চুরি প্রত্যাশা করেছিলেন। 

সেসব না হলেও আঙুলের ব্যথা নিয়ে দেড়শ’ ছোঁয়া রান করার জন্য বাহবা পেতে পারেন তিনি। দিনের খেলা শেষে জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনের মতে, শান্ত নানাভাবে সমালোচিত হওয়ার পরও যেভাবে নির্ভার ব্যাটিং করেছে তা অন্যদের জন্য শিক্ষনীয়। 

তিনি বলেন, ‘তার (শান্ত) আঙুল অনেক ফুঁলে ছিল। ব্যথা নিয়ে খেলেছে। শান্ত ভিন্ন চরিত্রের ক্রিকেটার। টাফ একটা ছেলে। তাকে নিয়ে কম ট্রল হয়নি, এতোকিছুর পরও মাথা ঠিক রেখে খেলেছে সে, সেটা অনকে পারে না। এটা দলের অন্যদের জন্য শিক্ষনীয়।’

শান্তর দেড়শ’ মিস করার চেয়েও বড় আক্ষেপ লিটন দাসের সেঞ্চুরি মিস করা। ইনিংসটা তবু বড় করতে পেরেছেন শান্ত। কিন্তু লিটনের নার্ভাস এইট্টি-নাইনটি যেন কাটছেই না। এ নিয়ে লাল বলে অষ্টমবারের মতো আশি-নব্বইয়ের ঘরে আউট হলেন তিনি। 

সালাউদ্দিনের মতে, এটাও শান্তর জন্য শিক্ষার সুযোগ, ‘পুরো ইনিংস লিটন কন্ট্রোলের (নিয়ন্ত্রণ) সঙ্গে খেলেছে, মাথা ঠান্ডা রেখে খেলেছে। আমার মনে হয়, পুরো ইনিংসে ওই একটা শটই সে খারাপ খেলেছে। ক্রিকেটে এটা হতে পারে। এখান থেকে সে আরও শিখবে। আমার বিশ্বাস সামনে লিটন আরও বড় ইনিংস খেলবে।’



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews