ভোর হতেই শুরু হয়েছে পবিত্র ঈদুল আজহার উৎসব। দেশের সিনেমাপ্রমী দর্শকের জন্য এবার প্রেক্ষগৃহে মুক্তি পাচ্ছে ৬টি সিনেমা। যার মধ্যে দর্শক প্রত্যাশায় সবার ওপরে আছে রায়হান রাফীর নতুন সিনেমা ‘তাণ্ডব’। এতে প্রধান চরিত্রে আছেন ঢালিউডের মেগাস্টার শাকিব খান। সিনেমাটি আগামীকাল থেকে ১৩২টি হলে একযোগে মুক্তি পেতে যাচ্ছে। প্রযোজনা সংস্থার পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এদিকে মেগাস্টার শাকিব খান তাণ্ডবের হল তালিকা নিজের ফেসবুক পেজে শেয়ার করে ভক্তদের জানিয়েছেন ঈদের শুভেচ্ছা। দেশের কোথায় কোন প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পাবে তার একটি ছবি শেয়ার করে শাকিব ক্যাপশনে লিখেছেন, ‘বছরের সর্ববৃহৎ মুক্তি! দেখে নিন, ‘তাণ্ডব’এর প্রথম সপ্তাহের প্রেক্ষাগৃহ তালিকা। আপনাদের সবাইকে ঈদ মোবারক।’

নির্মাতা রায়হান রাফীর পরিচালনায় এই সিনেমায় শাকিব খান ছাড়াও আছেন জয়া আহসান, আফজাল হোসেন, সাবিলা নূর, রোজী সিদ্দিকী, ডা. এজাজ, এফএস নাঈম, ফজলুর রহমান বাবু, গাজী রাকায়েতসহ আরও অনেকে।

অবশ্য সিনেমাটির পোস্টার ও টিজার প্রকাশের পর থেকেই শোবিজ অঙ্গনে এটি নিয়ে আলোচনা তুঙ্গে। এছাড়া সিনেমাটিতে থাকা ‘লেচুর বাগান’ শিরোনামের আইটেম গানটি আরও বেশি আগ্রহের জন্ম দিয়েছে সিমেনাপ্রেমিদের মনে।

এই আইটেম গানটিতে শাকিব খানের সঙ্গে কোমর দুলিয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর। এই গানটির মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক হলো সাবিলার, যা নিয়ে দর্শক মহলে ব্যাপক উন্মাদনা তৈরি হয়েছে। 



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews