জুলাই সনদের হালচাল দেখে রবীন্দ্রনাথের বিখ্যাত কবিতার পঙ্ক্তি মনে পড়ে, ‘সত্য যে কঠিন/ কঠিনেরে ভালোবাসিলাম।’ কিন্তু সম্ভাব্য জুলাই সনদকে রাজনৈতিক দলগুলো কতটা ভালোবেসেছে এবং কতটা আগামী নির্বাচনে ভোটের হিসাব–নিকাশ করেছে, তা নিয়ে বিতর্ক আছে।
বর্তমানে রাজনীতিতে সক্রিয় থাকা সব দলের উদ্দেশ্য যদি হয় গণতন্ত্র প্রতিষ্ঠা ও জনগণের ক্ষমতা জনগণের হাতে ছেড়ে দেওয়া, তাহলে নির্বাচনের বিকল্প নেই। প্রশ্ন হলো সেই নির্বাচনটি কীভাবে হবে? কেউ বলছেন সংবিধান অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনই হবে। আবার কেউ বলছেন স্বৈরতন্ত্রের পুনরাবির্ভাব ঠেকাতে গণপরিষদ গঠন করে নতুন সংবিধান প্রণয়ন করতে হবে। আবার কারও মতে, সংবিধানের মূলনীতি বদলাতে হবে। মূলনীতির মধ্যেই নাকি স্বৈরতন্ত্রের বীজ বপিত আছে।