সাবহানাজ রশীদের ওই পোস্টে একজন মন্তব্য করেছেন, ‘এটা আওয়ামী লীগের সময়কার মতোই তেলবাজি আইডিয়া।’ তৌফিকুল ইসলাম পিয়াস নামের একটি ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে লেখা হয়েছে, ‘সস্তা চিন্তা ভাবনা।’

মাসুম তালুকদার নামে অন্য একটি ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে প্রধান উপদেষ্টার পেজের পোস্টটি শেয়ার দিয়ে লেখা হয়েছে, ‘এক মিনিট ইন্টারনেট বন্ধ না রেখে পুরো জুলাই মাসে ইন্টারনেট ফ্রি করে দেওয়া উচিত ছিল।’

প্রধান উপদেষ্টার পেজ থেকে পোস্ট করা ওই ফটো কার্ডটিতে প্রায় এক হাজার মন্তব্য পড়েছে। যার প্রায় সব কটিই নেতিবাচক। সেখানে ইমাম হোসেন আরমান নামের একজন লিখেছেন, ‘এক মিনিট কীভাবে বাংলাদেশ কে এগিয়ে নেওয়া যাবে সেই চিন্তা করেন। আপনাদেরকে এই সব পুরোনো নাটক করার জন্য বসানো হয় নাই।’

মো. আসিফ উর রহমান নামের আরেকজন লিখেছেন, ‘১৮ জুলাই সারা দিন ফ্রি আনলিমিটেড নেট দিলে সবাই খুশি হতো। অবাধ স্বাধীনতা ফিল হতো। ইন্টারনেট অফ করার এসব বুদ্ধি কার মাথা থেকে বের হয়? ওই সময় যদি কারও ইমার্জেন্সি কোনো ট্রানজেকশন অফ হয়ে যায়? ফ্রিল্যান্সারদের সমস্যা হয়?’



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews