বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে, সজীব ওয়াজেদ জয় দীর্ঘ সময় জনসমক্ষে অনুপস্থিত থাকার পর প্রথমবারের মতো দেখা গেল। তাকে বিধ্বস্ত ও বদলে যাওয়া চেহারায় দেখে নানা মহলে শুরু হয়েছে আলোচনা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া তার ছবিকে কেন্দ্র করে নানা মন্তব্য উঠে এসেছে।

গত ১১ আগস্টের পর থেকে জয় আর কোনো ভিডিও বার্তা দেননি কিংবা প্রকাশ্যে আসেননি। তবে, সম্প্রতি যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার ডালা শপিং সেন্টারে তাকে দেখা গেছে। তার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়, যা প্রথম পোস্ট করেন প্রবাসী সাংবাদিক ড. কনক সরোয়ার। ছবিটি শেয়ার করে তিনি দাবি করেন, হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর জয় একেবারে নিঃসঙ্গ হয়ে পড়েছেন এবং তার ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন।

ভাইরাল ছবিটি নিয়ে প্রবাসী সাংবাদিক নাজমুস সাকিব-সহ অনেকেই মন্তব্য করেছেন। কেউ বলেছেন, জয়কে চিনতে কষ্ট হচ্ছে, কেউ বলেছেন, তার সাদা খোঁচা খোঁচা দাড়ি এবং বিধ্বস্ত চেহারা প্রমাণ করছে, তার জীবন একেবারে বদলে গেছে। দীর্ঘদিনের দাপট ও ক্ষমতার ঔজ্জ্বল্য হারিয়ে ফেলেছেন তিনি। জয়কে নিয়ে ফেসবুকে ব্যাপক আলোচনা শুরু হলে, ছবিটি "পপুলার নাউ" ট্রেন্ডিং ক্যাটাগরিতে চলে আসে এবং হাজারো মানুষ এটি শেয়ার করতে থাকে।

অনেকেই বলছেন, ক্ষমতা হারানোর পর জয় ও তার পরিবারের বাস্তবতা বদলে গেছে। অবৈধ অর্থ, দাপট, ও রাজনৈতিক প্রভাব ছাড়া জীবন কতটা কঠিন হয়ে ওঠে, তা তার চেহারাতেই স্পষ্ট। কেউ কেউ এটাকে ভবিষ্যতের জন্য শিক্ষা হিসেবেও দেখছেন।

সময় বদলায়, ক্ষমতার মোহও একসময় ফুরিয়ে যায়। অতীতের দাপট, প্রভাব ও জৌলুস চিরকাল থাকে না—এটাই যেন আবারও প্রমাণ হলো। বর্তমান পরিস্থিতি থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে রাজনীতির মাঠে সবাইকে আরও সতর্ক ও দায়িত্বশীল হতে হবে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews