কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক শরিফুল ইসলাম (৪২) রাজশাহীতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বৃহস্পতিবার দুপুরে দুর্ঘটনায় আহত হলে  তাকে প্রথমে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোর সাড়ে ৫ টায় তার মৃত্যু হয়। 

মৃত শরিফুল কুষ্টিয়ার মিরপুর উপজেলার ধুবইল ইউনিয়নের গেটপাড়া গ্রামের মৃত নাদের আলী মণ্ডলের ছেলে। তিনি ঢাকা থেকে প্রকাশিত দৈনিক আমার সংবাদ পত্রিকার মিরপুর উপজেলা প্রতিনিধি হিসেবে কাজ করতেন। তিনি কুষ্টিয়া প্রেস ক্লাবের সদস্য ও মিরপুর রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ছিলেন।

স্থানীয় সাংবাদিক খন্দকার নাঈম উদ্দিন জানান, বৃহস্পতিবার দুপুরে কুষ্টিয়া থেকে মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন শরিফুল। কুষ্টিয়া-মেহেরপুর আঞ্চলিক সড়কের তাঁতিবন্ধ এলাকায় জেটিআইয়ের সামনে মোটরচালিত ভ্যানের সঙ্গে সংঘর্ষ হলে শরিফুল গুরুতর আহত হন। এ অবস্থায় স্থানীয় জনগণ তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে  চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

সাংবাদিক শরীফুলের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি ও কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য মো. কামারুল আরেফিন।

বিডিপ্রতিদিন/কবিরুল



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews