মাত্র তিন দিন আগে সড়ক দুর্ঘটনায় হাতে আঘাত পায় ইমাম। ওই জখম নিয়েই গত শুক্রবার মামার বাড়িতে বেড়াতে আসে সে। আজ শনিবার সকালে মামা মো. ফারুক তাকে বিদ্যুৎ বিল পরিশোধ করতে পাঠিয়েছিলেন। পথে মোটরসাইকেল নিয়ে তার সঙ্গী হয় দুই বন্ধু মো. আকিব (১৪) ও জনি (১৫)। কিছু দূর যাওয়ার পর জনির এক খালাতো ভাই মো. আরাফাতও মোটরসাইকেলটিতে ওঠে। চারজন একসঙ্গে চেপে কিছু দূর যেতেই মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি কাভার্ড ভ্যানের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় ইমাম, আকিব ও জনির। গুরুতর আহত হয় আরাফাত। আজ দুপুরে চট্টগ্রামের মিরসরাইয়ের ওয়াহেদপুর ইউনিয়নের কমলদহ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আকিব ও জনি মিরসরাই উপজেলার উত্তর সাহেরখালী এলাকার বাসিন্দা। আকিব সাহেরখালী উচ্চবিদ্যালয়ের অষ্টম এবং জনি নবম শ্রেণির ছাত্র ছিল। আর ইমাম উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের উত্তর ওয়াহেদপুর গ্রামের আবুল কালামের ছেলে। সে নিজামপুর মুসলিম উচ্চবিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা। মামার বাড়িতে যাতায়াতের সূত্রে ইমামের সঙ্গে আকিব ও জনির বন্ধুত্ব গড়ে ওঠে। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি ছিল নিহত আকিবের।