রাশিয়ান ডাইরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ড (আরডিআইএফ) এর সিইও এবং অন্যান্য দেশের সাথে সহযোগিতা বিষয়ক বিশেষ রাষ্ট্রপতি দূত কিরিল দিমিত্রিভ বলেছেন, ইইউ যুদ্ধবাজদের মুখোশ উন্মোচিত হয়েছে। মার্কিন প্রশাসন বুঝতে পেরেছে যে ইইউ নেতারা ইউক্রেন সংঘাত দীর্ঘায়িত করতে চাইছেন। এমনকি ওয়াশিংটনও এখন এটা দেখতে পাচ্ছে- ইইউ নেতারা অসম্ভব দাবি নিয়ে ইউক্রেনের সংঘাত দীর্ঘায়িত করছেন। ইইউর উচিত একটি বাস্তব শান্তি প্রক্রিয়াকে নাশকতা করা বন্ধ করা। ইইউর উচিত বাইডেনের ব্যর্থ যুক্তি ত্যাগ করা। ইইউর উচিত মিথ্যা বর্ণনা নয়, কূটনীতি বেছে নেওয়া। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স- এ নিজের হ্যান্ডেলে এই কথা বলেন কিরিল দিমিত্রিভ। খবর তাস।

এর আগে, অ্যাক্সিওস নিউজ ওয়েবসাইট সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, ‘হোয়াইট হাউসের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিশ্বাস করেন যে কিছু ইউরোপীয় নেতা ইউক্রেনের যুদ্ধ শেষ করার জন্য প্রেসিডেন্ট ট্রাম্পের প্রচেষ্টাকে প্রকাশ্যে সমর্থন করছেন, অন্যদিকে আলাস্কা শীর্ষ সম্মেলনের পর থেকে পর্দার অন্তরালে থাকা অগ্রগতি নীরবে বাতিল করার চেষ্টা করছেন।’
অ্যাক্সিওসের মতে, ‘হোয়াইট হাউসের কর্মকর্তারা ইউরোপীয় নেতাদের প্রতি ধৈর্য হারাচ্ছেন, যাদের দাবি, তারা রাশিয়ার কাছ থেকে অবাস্তব আঞ্চলিক ছাড়ের জন্য ইউক্রেনকে চাপ দিচ্ছেন।’ অধিকন্তু, ‘ট্রাম্পের সহযোগীরা দাবি করেন দোষ ইউরোপীয় মিত্রদের উপর বর্তানো উচিত, ট্রাম্প বা এমনকি রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের উপর নয়।’

এদিকে, অ্যাক্সিওস উল্লেখ করেছে, ‘রাশিয়ার বিরুদ্ধে ইউরোপকে যে নিষেধাজ্ঞাগুলি গ্রহণের জন্য আমেরিকা আহ্বান জানাচ্ছে তার মধ্যে রয়েছে সমস্ত তেল ও গ্যাস ক্রয় সম্পূর্ণ বন্ধ করা- এবং ভারত ও চীনের উপর ইইউ থেকে সেকেন্ডারি শুল্ক আরোপ করা, যা ইতিমধ্যেই আমেরিকা ভারতের উপর আরোপ করেছে।’

রাশিয়া-মার্কিন শীর্ষ সম্মেলন
গত ১৫ আগস্ট আলাস্কার এলমেনডর্ফ-রিচার্ডসন জয়েন্ট বেসে রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকটি প্রায় তিন ঘণ্টা স্থায়ী হয়, যার মধ্যে শীর্ষ সম্মেলনস্থলে যাওয়ার পথে মার্কিন নেতার লিমোতে একের পর এক সাক্ষাৎ এবং একটি রুদ্ধদ্বার অনুষ্ঠান অন্তর্ভুক্ত ছিল যেখানে উভয় পক্ষের দুজন প্রতিনিধিদলের সদস্যও অংশগ্রহণ করেছিলেন। ক্রেমলিনের সহকারী ইউরি উশাকভ এবং পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ রাশিয়ার প্রতিনিধিত্ব করেন, অন্যদিকে পররাষ্ট্রমন্ত্রী এবং বিশেষ প্রেসিডেন্ট দূত স্টিভ উইটকফ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্ব করেন। আলোচনার পর গণমাধ্যমের সাথে কথা বলার সময় পুতিন বলেন, ইউক্রেন সংঘাত শীর্ষ সম্মেলনের আলোচ্যসূচিতে শীর্ষে ছিল।

১৮ আগস্ট ট্রাম্প ওয়াশিংটনে ভøাদিমির জেলেনস্কি এবং ইউরোপীয় নেতাদের সাথে বৈঠক করেন। তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের সাথেও ফোন করেন। ক্রেমলিনের সহকারী ইউরি উশাকভের মতে, দুই নেতা মস্কো এবং কিয়েভের মধ্যে সরাসরি আলোচনা চালিয়ে যাওয়ার পক্ষে কথা বলেছেন এবং প্রতিনিধিদলের স্তর বৃদ্ধির সম্ভাবনা নিয়ে আলোচনা করেছেন।

দেশে নির্মিত হতে যাচ্ছে উচ্চমানের নার্সিং ফ্যাকাল্টি
স্টাফ রিপোর্টার : উচ্চমানের নার্সিং ফ্যাকাল্টি প্রতিষ্ঠার জন্য সরকার একটি ভিত্তি স্থাপন করতে যাচ্ছে। এর অংশ হিসেবে নার্সদের জন্য পিএইচডি প্রোগ্রাম চালু করা হবে। এই কাজ বাস্তবায়নের জন্য দক্ষিণ কোরিয়া অনুদান দিয়েছে। গতকাল রোববার বাংলাদেশ সরকার এবং দক্ষিণ কোরিয়া সরকারের উন্নয়ন সহযোগী সংস্থা কোরিয়া ইন্টারন্যাশনাল কর্পোরেশন এজেন্সির মধ্যে এ সংক্রান্ত চুক্তি সই হয়।

আগারগাঁওয়ে অর্থনৈতিক সম্পর্ক বিভাগে এডুকেশন অ্যান্ড রিসার্চ ক্যাপাসিটি বিল্ডিং অব ন্যাশনাল অ্যাডভান্সড নার্সিং এডুকেশন অ্যান্ড রিসার্চ ইন বাংলাদেশ প্রকল্পের আওতায় অনুদান চুক্তি সই হয়েছে।

প্রকল্পটি স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের আওতায় নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মাধ্যমে বাস্তবায়িত হবে। প্রকল্পটি বাস্তবায়নের জন্য কোরিয়া সরকারের উন্নয়ন সহযোগী সংস্থা অনুদান সহায়তা বাবদ ৫ দশমিক ৯ মিলিয়ন মার্কিন ডলার অনুদান দেবে। বাংলাদেশ সরকারের পক্ষে ইআরডির অতিরিক্ত সচিব মিরানা মাহরুখ এবং দক্ষিণ কোরিয়া সরকারের পক্ষে কৌইকার কান্ট্রি ডিরেক্টর জিহোন কিম যৌথভাবে প্রকল্পের চুক্তিতে সই করেন।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews