চন্দ্রপ্রেমীদের জন্য দারুণ এক খবর! চলতি বছরের অন্যতম মহাকাশীয় দৃশ্য, পূর্ণ চন্দ্রগ্রহণ বা ‘ব্লাড মুন’, আগামী ৭ থেকে ৮ সেপ্টেম্বরের মধ্যে পৃথিবীর আকাশে দেখা যাবে। সৌভাগ্যের বিষয় হলো, বাংলাদেশ থেকেও এ বিরল দৃশ্য প্রবল সম্ভাবনায় দেখা যাবে।

ব্লাড মুন কী এবং কেন হয়?

ব্লাড মুন বা রক্তিম চাঁদ মূলত পূর্ণ চন্দ্রগ্রহণের সময় ঘটে, যখন পৃথিবী সূর্য ও চাঁদের মাঝখানে অবস্থান নেয় এবং পৃথিবীর ছায়া চাঁদের উপর পড়ে। পৃথিবীর বায়ুমণ্ডলের মাধ্যমে প্রতিফলিত সূর্যালোক চাঁদের গায়ে লালচে বা তামাটে আভা তৈরি করে, যেটিই ‘ব্লাড মুন’ নামে পরিচিত।

চন্দ্রগ্রহণের সময়সূচি (বাংলাদেশ সময় অনুযায়ী):

আংশিক গ্রহণ শুরু: ৭ সেপ্টেম্বর, রাত ৯:২৮ মিনিটে

পূর্ণ গ্রহণ শুরু: রাত ১১:৩০ মিনিটে

পূর্ণ গ্রহণ শেষ: রাত ১২:৫২ মিনিটে (৮ সেপ্টেম্বর)

গ্রহণ শেষ: রাত ২:৫৫ মিনিটে (৮ সেপ্টেম্বর)

এই সময়ের মধ্যে প্রায় ৫ ঘণ্টাব্যাপী চন্দ্রগ্রহণ চলবে। এর মধ্যে প্রায় ৮২ মিনিট চাঁদ থাকবে পূর্ণ গ্রহণে, অর্থাৎ লালচে বা তামাটে রঙ ধারণ করবে।

বাংলাদেশ থেকে দেখা যাবে কি?

আন্তর্জাতিক সংবাদমাধ্যম এবং জ্যোতির্বিজ্ঞানীদের তথ্য অনুযায়ী, এবারের ব্লাড মুন এশিয়া, ইউরোপ, আফ্রিকা এবং অস্ট্রেলিয়ার কিছু অংশ থেকে পরিষ্কারভাবে দেখা যাবে। যেহেতু বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় অবস্থিত এবং ভারত ও চীন থেকেও এই গ্রহণ দৃশ্যমান হবে, তাই বাংলাদেশ থেকেও পরিষ্কার আকাশে চমৎকারভাবে দৃশ্যমান হওয়ার সম্ভাবনা রয়েছে।

বিডি প্রতিদিন/মুসা



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews