গাজীপুরে বুধবার (১৮ জুন) সকালে টানা ভারী বৃষ্টিপাতের ফলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন স্থানে পানি জমে যান চলাচলে বিঘ্ন ঘটেছে। এতে গাজীপুরের চান্দনা চৌরাস্তা থেকে টঙ্গী পর্যন্ত কয়েক কিলোমিটারজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

মহাসড়কে চলাচলকারী গাজীপুর পরিবহনের কয়েকজন চালকের সাথে কথা বলে জানা গেছে, ভারী বৃষ্টিপাত হলে রাস্তায় পানি জমে যায়, ফলে যানবাহনের গতি হ্রাস পায় এবং যানজট সৃষ্টি হয়।

চালক আতিক বলেন, রাস্তায় পানি জমলে গাড়ির গতি কমে যায়। আর যদি যানবাহনের সংখ্যা বেশি থাকে, তাহলে সমস্যা আরো বেড়ে যায়। তবে পানি কমে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।

বুধবার সকাল থেকেই বৃষ্টিপাত শুরু হওয়ায় মহাসড়কের ভোগরা বাইপাস ও চৌধুরী বাড়ি এবং বাসন সড়ক এলাকার কয়েকটি স্থানে পানি জমে এই দুর্ভোগের সৃষ্টি হয়। এতে ঢাকা থেকে যেসব যানবাহন ময়মনসিংহসহ উত্তরাঞ্চলের দিকে যাত্রা করেছিল সেগুলো তীব্র যানজটের কবলে পড়ে।

এদিকে, ভোগরা বাইপাস মোড়ের দক্ষিণ পাশ পর্যন্ত মহাসড়কটির বাম পাশে জলাবদ্ধ পানি নিষ্কাশনের জন্য বেশ কিছু ড্রেনের ওপর থেকে স্ল্যাব তুলে ফেলার কারণে যানবাহনগুলো ময়মনসিংহ ও টাঙ্গাইলের দিকে যেতে পারছে না। পানি কমে গেলে স্ল্যাবগুলোর গর্ত দৃশ্যমান হলে ওই মহাসড়ক দিয়ে যানবাহন চলাচল করতে পারবে বলে জানিয়েছে স্থানীয়রা।

যানজটের কারণে সকাল থেকেই ভোগান্তিতে পড়েছেন মহাসড়কের যাত্রীরা। তবে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের দায়িত্ব পালনরত কর্মকর্তারা জানান, বেলা বাড়ার সাথে সাথে এবং বৃষ্টি থেমে গেলে পানি দ্রুত নেমে যানজটের নিরসন হবে।

ট্রাফিক পরিদর্শক তরিকুল ইসলাম বলেন, মহাসড়কের কয়েকটি স্থানে পানি জমে থাকায় যান চলাচলে বিঘ্ন ঘটছে। এজন্য যানজট সৃষ্টি হয়েছে। পানি নেমে গেলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়ে আসবে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews