শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন বলেছেন, নারায়ণগঞ্জের পশ্চিম তল্লা এলাকায় বায়তুস সালাত জামে মসজিদে এসি বিস্ফোরণের ঘটনায় যারা আসছে তারা সবাই মেজর বার্ন। কেউ ৫০ পার্সেন্ট এর নিচে না। সবাই ৭০, ৮০ ও ৯০ পার্সেন্টের ওপর বার্ন।আজ শনিবার (৫ সেপ্টেম্বর) সাংবাদিকদের তিনি এ কথা জানান। ডা. সামন্ত লাল সেন বলেন, আজকে সকাল পর্যন্ত ১১ জন মারা গেছেন। বাকি যার আছে তাদের অবস্থা অনেক খারাপ বলে মনে করছি। এ ঘটনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছে রোগীদের সর্বাত্মক চিকিৎসা দেয়ার জন্য। তিনি আরও বলেন, আমরা আমাদের সর্বাত্মক চেষ্টা করছি। সরকার প্রধান সব সময় খবর নিচ্ছেন এই রোগীদের জন্য। দেশবাসীকে অনুরোধ করবো দোয়া করার জন্য। ঢামেক বার্ন ইউনিটের আবাসিক সার্জন পার্থ সংকর পাল মৃত ১১ জনের পরিচয় জানিয়েছেন। তারা হলেন- রিফাত, জোবায়ের, হুমায়ন কবির, মোস্তফা কামাল, ইব্রাহিম, সাব্বির, দেলোয়ার হোসেন, জুয়েল, জামাল, জুনায়েদ এবং কুদ্দুস ব্যাপারী। উল্লেখ্য, শুক্রবার রাত পৌনে ৯টার দিকে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার পশ্চিমতল্লা এলাকার বাইতুস সালাত জামে মসজিদের এয়ার কন্ডিশনার (এসি) বিস্ফোরণের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যে মসজিদের ভেতরে থাকা প্রায় ৪০ জনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তাদের মধ্যে দগ্ধ অবস্থায় ৩৭ জনকে জাতীয় শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। এসএস