অনুষ্ঠানে আইপিডিসি ফাইন্যান্স পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রিজওয়ান দাউদ সামস বলেন, নানা পুরস্কারের রীতির মধ্যে শিক্ষকদের সম্মাননার বিষয়টি উপেক্ষিত ছিল। সেদিক থেকে এই প্রিয় শিক্ষক সম্মাননার আয়োজন অনেক গুরুত্বপূর্ণ। এটা হৃদয়ের খুব কাছাকাছি একটি আয়োজন। সমাজের সম্মানিত শিক্ষকদের সম্মাননা দেওয়ার এ আয়োজন নিয়মিত করার চেষ্টা করবে আইপিডিসি।
প্রথম আলো সম্পাদক মতিউর রহমান বলেন, এই পুরস্কারের অনেক গুরুত্ব। যথাযথ সুযোগ-সুবিধা, সম্মান, স্বীকৃতি অনেক ক্ষেত্রে শিক্ষকেরা পান না। আবার এটাও সত্য যে শিক্ষা, শিক্ষকতার মানও নানা কারণে আগের মতো নেই। সেখানে শিক্ষকদের প্রতি মায়া, মমতা ও ভালোবাসা বাড়ানোর একটা উদ্যোগ এই আয়োজন। যেকোনো অবস্থাতেই হোক, এটাকে নিয়মিত করতে হবে। যাঁরা আগে পুরস্কার পেয়েছেন, তাঁদের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হবে।