অবসর ভেঙে টি-টোয়েন্টি বিশ্বকাপে ফিরবেন নারিন?

ব্যাটে-বলে নিজের ক্যারিয়ারের অন্যতম সেরা সময় পার করছেন সুনীল নারিন। চলতি আইপিএলে রাজস্থান রয়্যালসের বিপক্ষে খেলেছেন ৫৬ বলে ১০৯ রানের ইনিংস। টি-টোয়েন্টি ফরম্যাটে এটি তার প্রথম সেঞ্চুরি। এবারের আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে সর্বোচ্চ (৯টি) উইকেটশিকারীও তিনি। ব্যাটে-বলে দুর্দান্ত ফর্মে থাকা নারিনকে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে দেখতে চান অনেকে। উইন্ডিজের টি-টোয়েন্টি দলের অধিনায়ক রভম্যান পাওয়েল নাকি এক বছর ধরেই নারিনকে জাতীয় দলে ফিরতে বলছেন।

গত সপ্তাহে নারিন প্রসঙ্গে পাওয়েল বলেছিলেন, ‘সর্বশেষ ১২ মাস ধরে নারিনের কানে ফিসফিস করে বলছি, সে কারও কথা শুনছে না। আমি কাইরেন পোলার্ড, ডোয়াইন ব্রাভো, নিকোলাস পুরানকেও বলেছি। আশা করছি, দল নির্বাচনের আগে তারা তাকে রাজি করাতে পারবে।’

সেই কারণেই প্রশ্ন উঠেছে তাহলে কি এবার অবসর ভেঙে দেশের হয়ে বিশ্বকাপ খেলতে নামবেন সুনীল নারিন?

তবে জাতীয় দলের জার্সিতে খেলতে আগ্রহী নন ৩৫ বর্ষী এই অলরাউন্ডার। কলকাতা নাইট রাইডার্সের স্বাক্ষরিত এক বিবৃতিতে নিজের মন্তব্য জানিয়েছেন সুনীল নারিন, ‘আমি সত্যিই খুশি এবং মুগ্ধ হয়েছি যে সম্প্রতি আমার পারফরম্যান্স অনেক লোককে সরাসরি আমাকে অবসর থেকে বেরিয়ে আসার এবং আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার ইচ্ছা প্রকাশ করতে অনুপ্রাণিত করেছে। কিন্তু আমি এ সিদ্ধান্ত নিয়ে স্থির আছি এবং আমি কখনই তাদের হতাশ করতে চাই না, তবে দরজাটা এখন বন্ধ এবং আমি যারা জুনে ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলবে তাদের সমর্থন দেওয়ার জন্য থাকব।’ 

তিনি আরও লিখেছেন, ‘ছেলেরা গতকয়েক মাস ধরে কঠোর পরিশ্রম করেছে এবং তারা আরেকটি খেতাব জিততে সক্ষম, সেটা আমাদের অসাধারণ ভক্তদের দেখানোর জন্য যোগ্য। আমি ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের শুভ কামনা জানাই।’



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews