মহান মুক্তিযুদ্ধের শহীদ তিন বোন আছমা, নাজমা ও ফাতেমার স্মরণে মুন্সীগঞ্জের শ্রীনগরে ৩ দিনব্যাপী ত্রিবেনী চিত্র প্রদর্শনী ও জনস্বাস্থ্য মেলার উদ্বোধন করা হয়েছে।
রবিবার (১৪ ডিসেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার রাঢ়িখাল এলাকার বালাশুরে বিক্রমপুর জাদুঘর (সাবেক জমিদার যদুনাথ রায়ের বাড়ি) প্রাঙ্গণে এ মেলার উদ্বোধন করা হয়।
বিক্রমপুর জাদুঘর কমপ্লেক্সের তৃতীয় তলায় ত্রিবেনী চিত্র প্রদর্শনী করা হয়। বিক্রমপুর জাদুঘর প্রাঙ্গণে এদিন ফ্রি মেডিকেল ক্যাম্প স্থাপণের মধ্যে দিয়ে স্থানীয়দের চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। আগামী ১৬ ডিসেম্বর ত্রিবেনী চিত্র পদর্শনী ও জনস্বাস্থ্য মেলা সমাপ্ত হবে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের সাবেক উপদেষ্টা ও বর্তমানে স্বাস্থ্যখাত সংস্কার কমিশনের সদস্য ডা. মোজাহেরুল হকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিবেনী ও জনস্বাস্থ্য মেলার কমিটির আহ্বায়ক ও শিক্ষক নেতা মোহাম্মদ জাহাঙ্গীর খান, অগ্রসর বিক্রমপুর শ্রীনগর শাখার সভাপতি ডা. আব্দুল মালেক ভূঁইয়া, সাবেক ব্যাংকার এস.এম.এ খালেক, সিজুয়ে কিন্টারগার্টেন এন্ড জুনিয়র হাই স্কুলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. শাহে আলম, অধ্যক্ষ আব্দুল লতিফ প্রমুখ।
উল্লেখ্য, মহান মুক্তিযুদ্ধে চট্টগ্রামে শহীন হন শ্রীনগর উপজেলার ভাগ্যকুল এলাকার ৩ বোন আছমা, নাজমা ও ফাতেমা। এই ৩ বোনের স্মরণে তাদের ভাই প্রখ্যাত জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. মোজাহেরুল হক এই কর্মসূচির আয়োজন করেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন