রাজধানীর আজিমপুরের বাসিন্দা আতাউর রহমান, পেশায় প্রাইভেটকার চালক। সহকর্মী এক গাড়িচালক তাকে জানান, আজ ১৮ জুলাই সরকার দেশের মোবাইল ফোনে গ্রাহককে এক জিবি করে ফ্রি ইন্টারনেট ডাটা দিচ্ছে। প্রথমে বিশ্বাস না করলেও পরে (গ্রামীণফোনের গ্রাহক) *121*1807# এ খুদেবার্তা পাঠিয়ে এক জিবি ইন্টারনেট পাওয়ার পর খুব খুশি তিনি।

এ প্রতিবেদকের সঙ্গে আলাপকালে আতাউর রহমান বলেন, ‘সরকার তো ভালোই সুবিধা দিয়েছে। এক জিবি ফ্রি ইন্টারনেট ব্যবহারের মেয়াদও দিয়েছে পাঁচদিন। ইচ্ছামতো ব্যবহার করতে পারবো।’

শুধু আতাউর রহমান নন, তার মতো বিভিন্ন মোবাইল অপারেটর কোম্পানির অসংখ্য গ্রাহক বিনামূল্য ইন্টারনেট পেয়ে খুব খুশি।

২০২৪ সালের ১৮ জুলাই ইন্টারনেট শাটডাউনের প্রতিবাদে এবং জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের অংশ হিসেবে আজ ১৮ জুলাই (শুক্রবার) থেকে পাঁচদিন মেয়াদে দেশের সব গ্রাহক বিনামূল্যে এক জিবি ইন্টারনেট ডাটা পাচ্ছেন।

প্রধান উপদেষ্টার সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি শুক্রবার দুপুরে জানান, ১৮ জুলাই দেশের সব অপারেটরকে বিনামূল্যে গ্রাহকদের এক জিবি ইন্টারনেট দেওয়া যায় কি না সে বিষয়ে মোবাইল ফোন অপারেটরদের একটি প্রস্তাব দেয় বিটিআরসি। দেশের সব মোবাইল অপারেটর স্বপ্রণোদিত হয়ে এই উদ্যোগে সাড়া দিয়ে নিজ নিজ গ্রাহকদের বিনামূল্যে পাঁচদিন মেয়াদে এক জিবি ইন্টারনেট ডাটা ফ্রি দিচ্ছে।

বিটিআরসির নির্দেশনায় অপারেটররা গ্রাহকদের ফ্রি ডাটা দেওয়ার বিষয়টি আগেই এসএমএসের মাধ্যমে অবহিত করে।

যেভাবে বিনামূল্যের ইন্টারনেট পাওয়া যাচ্ছে

আজ থেকে পাঁচদিন মেয়াদে এক জিবি ফ্রি ইন্টারনেট ডাটা পেতে নিজ নিজ মোবাইল অপারেটরের নির্ধারিত কোড ডায়াল করতে হবে গ্রাহকদের।

ডায়াল কোড

গ্রামীণফোন: *121*1807#
বাংলালিংক: *121*1807#
রবি: *4*1807#
টেলিটক: *111*1807#

সরকারি চাকরিতে কোটাব্যবস্থা সংস্কারের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত বছরের ১৭ জুলাই রাতে মুঠোফোন ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়। পরদিন ১৮ জুলাই রাতে ব্রডব্যান্ড ইন্টারনেটও বন্ধ করে দেওয়া হয়। ফলে দেশ পুরোপুরি ইন্টারনেটবিহীন হয়ে পড়ে। সেই বিষয়টিকে মাথায় রেখেই গণঅভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে গ্রাহকদের বিনামূল্যে এক জিবি ইন্টারনেট ডাটা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

এমইউ/বিএ/এএসএম



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews