২৩ বছর পর পটুয়াখালী জেলা বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত হলো। এ কাউন্সিলে সভাপতি হিসেবে স্নেহাংশু সরকার কুট্টি (৭৫৫) এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুজিবুর রহমান টোটন (৪৭৪) ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
বুধবার (২ জুলাই) পটুয়াখালী ব্যায়ামাগারে আয়োজিত এ সম্মেলনে দলের কেন্দ্রীয় নেতাসহ জেলা ও উপজেলার সর্বস্তরের নেতাকর্মীর সরব উপস্থিতিতে সুষ্ঠুভাবে সম্মেলন অনুষ্ঠিত হয়।
কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে (ভার্চুয়ালে) উদ্বোধনী বক্তব্য রাখেন বাংলাদেশ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বিশেষ অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু, ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক মাহাবুবুল হক নান্নু, সহ-দপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেন, সহ-প্রচার সম্পাদক আসাদুল কবির শাহীন, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজিব আহসান, বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য হাসান মামুন, সদস্য মাওলানা শাহ নেছারুল হক, সদস্য ইঞ্জিনিয়ার একেএম ফারুক আহমেদ তালুকদার, সদস্য দুলাল হোসেন।
সম্মেলনের দ্বিতীয় পর্বে ১৫১৪ জন কাউন্সিলর নিয়ে দুপুর ৫টা থেকে বিকাল ১০টা পর্যন্ত বিরতীহীন কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়। অধিবেশনে আগামী ২ বছরের জন্য স্নেহাংশু সরকার কুট্টি (৭৫৫) সভাপতি, অ্যাডভোকেট মুজিবুর রহমান টোটন (৪৭৪) সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
সভাপতিত্ব করেন পটুয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব আব্দুর রশিদ চুন্নু মিয়া। সঞ্চালনা করেন সাবেক সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টি।
জেলা বিএনপির দলীয় সূত্রে জানা গেছে, বিগত ২০০২ সালের জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল।
২০২০ সালের ২ নভেম্বর আলহাজ্ব আব্দুর রশিদ চুন্নু মিয়াকে আহবায়ক এবং স্নেহাংশু সরকার কুট্টিকে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেন।
এরপর পতিত সরকারের নানামুখী দমন-পীড়ন, তৎকালীন দলীয় কার্যক্রমে স্থবিরতার কারণে নিয়মিত সম্মেলন করা সম্ভব হয়নি। এছাড়া মাঝে কয়েকবার সম্মেলনের উদ্যোগ নিলেও পতিত সরকারের দমন-পীড়নে সম্মেলন করা সম্ভব হয়নি।