আসন্ন বিশ্বকাপে বাংলাদেশ দল অংশ না নেওয়ায় আপাতত কোনো প্রতিযোগিতামূলক ক্রিকেট নেই জাতীয় দলের খেলোয়াড়দের। এই সময়টায় ক্রিকেটারদের সক্রিয় ও মানসিকভাবে প্রস্তুত রাখতে ফিটনেস ও কন্ডিশনিং ক্যাম্প আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বুধবার (২৯ জানুয়ারি) ক্রিকেট পরিচালনা বিভাগে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিসিবির একটি সূত্র জানায়, জাতীয় দলের পুলের ক্রিকেটারদের নিয়ে এই কন্ডিশনিং ক্যাম্প শুরু হবে ১ ফেব্রুয়ারি থেকে, যা চলতে পারে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত।

টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের ক্রিকেটারদের পাশাপাশি জাতীয় দল-সম্পর্কিত অন্যান্য খেলোয়াড়দের নিয়েও ক্যাম্পের তালিকা প্রস্তুত করা হচ্ছে। জাতীয় দলের নির্বাচক প্যানেল কন্ডিশনিং ক্যাম্পের চূড়ান্ত স্কোয়াড নির্ধারণ করবে।

ক্যাম্প শেষে ক্রিকেটাররা জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়ার জন্য ছুটি পাবেন। নির্বাচন-পরবর্তী সময়ে ১৭ বা ১৮ ফেব্রুয়ারি থেকে মাঠে গড়াতে পারে বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল) ওয়ানডে টুর্নামেন্ট।

চার দলের এই টুর্নামেন্টে জাতীয় দলের ক্রিকেটারদের নিয়ে গঠন করা হবে তিনটি দল। বাকি একটি দল থাকবে হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিটের খেলোয়াড়দের নিয়ে। বিসিএল ওয়ানডে লিগ পর্বের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে রাজশাহী ও বগুড়া স্টেডিয়ামে, আর ফাইনাল আয়োজনের পরিকল্পনা রয়েছে মিরপুরে।

গতকালের সভায় বিসিএল ওয়ানডে টুর্নামেন্ট আয়োজনের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও প্রথমে অনূর্ধ্ব-২৩ দলের ক্রিকেটারদের অংশগ্রহণের পরিকল্পনা ছিল, তবে বিশ্বকাপে বাংলাদেশের অংশ না নেওয়ার কারণে সেই পরিকল্পনা থেকে সরে আসতে হয়েছে টুর্নামেন্ট কমিটিকে।

বিডি প্রতিদিন/মুসা



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews