বান্দরবানের লামায় আবুল খায়ের তামাক কোম্পানির অফিস থেকে লুট হওয়া আরও ৩০ লাখ ৭০ হাজার টাকা পুলিশ উদ্ধার করেছে। গতকাল শনিবার গভীর রাতে চকরিয়ার সাহারবিল ইউনিয়নে কোরালখালীতে মাটি খুঁড়ে টাকা পাওয়া যায়। এই নিয়ে লুট হওয়া ১ কোটি ৭২ লাখ ৭৫ হাজার ৬৩৮ টাকার মধ্যে ৫১ লাখ ৮৭ হাজার ২০০ টাকা উদ্ধার হয়েছে বলে আজ রোবববার রাতে পুলিশ জানিয়েছে।
পুলিশ জানায়, লামা পৌরসভায় আবুল খায়ের তামাক কোম্পানির অফিসে ডাকাতির ঘটনায় আজ পর্যন্ত আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে টাকা উদ্ধার ও ডাকাতদের গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হচ্ছে।