জিপিটি ৪ও ভার্সনে ফিরিয়ে আনার দাবি করছেন কেও কেও। ছবি: ওপেনএআই

জিপিটি ৪ও ভার্সনে ফিরিয়ে আনার দাবি করছেন কেও কেও। ছবি: ওপেনএআই

সব জল্পনা-কল্পনা শেষে সম্প্রতি জিপিটি ৫ উন্মোচন করেছে ওপেনএআই, তবে মডেলটি ব্যবহারকারীদের আশায় গুড়েবালি দিয়েছে। অনেক ব্যবহারকারীই জিপিটি ৪ও ভার্সনকে ফিরিয়ে আনার দাবি করছেন।

ওপেনএআই আশা করেছিল, এই সপ্তাহে নতুন জিপিটি ৫ মডেল উন্মোচনের মাধ্যমে তাদের চ্যাটজিপিটি প্ল্যাটফর্মে জেনারেটিভ এআই মডেলের তালিকা কমিয়ে শুধু একটি মডেল রাখবে। তবে সবার কাছে এই সিদ্ধান্ত ভালো লাগেনি বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি বিষয়ক সাইট সিনেট।

কোম্পানিটি চ্যাটজিপিটি প্লাস সাবস্ক্রাইবারদের জন্য পুরোনো ৪ও মডেল ব্যবহারের সুযোগ দেওয়ার বিষয়টি বিবেচনা করছে বলে ঘোষণা করেছেন ওপেনএআই প্রধান স্যাম অল্টম্যান।

জিপিটি ৫ ঘোষণার একদিন পর শুক্রবার অল্টম্যান ও ওপেনএআইয়ের অন্যান্য শীর্ষ কর্মকর্তারা ওয়েব কনটেন্ট রেটিং প্ল্যাটফর্ম রেডিটে ব্যবহারকারীদের প্রশ্নের জবাব দিয়েছেন।

মন্তব্যগুলোতে দেখা যায়, অনেক ব্যবহারকারী লেখালেখি ও অন্যান্য কাজে পুরোনো মডেলগুলো যেমন জিপিটি-৪.১, জিপিটি-৪.৫ এবং ৪ও যেভাবে কাজ করত তা বেশি পছন্দ করেন। কেউ কেউ বলেন, পুরোনো মডেলগুলো জিপিটি-৫ এর তুলনায় বেশি বন্ধুসুলভ ও আলাপমুখী ছিল।

একজন ব্যবহারকারী লিখেছেন, “৪ও ফিরিয়ে আনুন, জিপিটি-৫ খোলস পড়ে আছে।”

আরেকজন লিখেছেন, জিপিটি-৫ জিপিটি-৪ এর তুলনায় ‘সংক্ষিপ্ত’ ও ‘শীতল’, এবং যোগ করেছেন, “কোনো বিকল্প ছাড়াই রাতারাতি এমন হওয়াটা ছিল ভয়াবহ।”

‘আস্ক মি এনিথিং’- এ পোস্ট করে অল্টম্যান ওপেনএআই প্লাস ব্যবহারকারীদের জন্য ৪ও বা অন্য মডেল চালুর বিষয়টি খতিয়ে দেখার কথা বলেন।

তিনি বলেন, “৪ও নিয়ে আপনাদের কথা আমরা শুনেছি”। ওপেনএআই ব্যবহার পরিসংখ্যান পর্যবেক্ষণ করবে যেন প্লাস ব্যবহারকারীদের জন্য কতদিন ৪ও সমর্থন দেওয়া হবে তা নির্ধারণ করা যায়।

“জিপিটি-৫ উন্মোচন আমরা যা আশা করেছিলাম তার চেয়ে কিছুটা বেশি কঠিন ছিল।”

জিপিটি-৫ এর মধ্যে থাকা যে প্রোগ্রামটি ঠিক করে দেবে কোনো প্রম্পট দ্রুত ও হালকা মডেলে যাবে নাকি বেশি গভীর যুক্তি বিশ্লেষণকারী মডেলে যাবে তা বৃহস্পতিবারের একাংশে কাজ করেনি বলে উল্লেখ করেন অল্টম্যান।

এ ছাড়া, সব ব্যবহারকারীর জন্য জিপিটি-৫ চালুর প্রক্রিয়াও প্রত্যাশার তুলনায় বেশি সময় নিচ্ছে বলে তিনি উল্লেখ করেন।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews