কোরবানির ঈদে মুক্তি পেয়েছে ঢালিউড মেগাস্টার শাকিব খানের বহুল আলোচিত সিনেমা ‘তাণ্ডব’। যেখানে এই নায়কের সঙ্গে প্রায় ১২ বছর পর জুটি বেঁধে কাজ করলেন দুই বাংলার সমান জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান।

এদিকে মুক্তির পর থেকেই সিনেমা হলগুলোতে ‘তাণ্ডব’ শুরু করেছে শাকিব খানের এই ছবি। মাল্টিপ্লেক্স থেকে শুরু করে সিঙ্গেল স্ক্রিনেও ‘তাণ্ডব’-এর টিকিট সোলড আউট। ফলে অনেকেই ইচ্ছে সত্ত্বেও প্রেক্ষাগৃহে গিয়ে সিনেমাটি উপভোগ করতে পারছেন না।

শুধু সাধারণ দর্শকদের ক্ষেত্রেই যে এমনটা হচ্ছে না, সেটাও কিন্তু না। সিনেমার কলাকুশলীরাও টিকিটের অভাবে ‘তাণ্ডব’ দেখতে পারছেন না। যেই অভিজ্ঞতার শিকার হয়েছেন খোদ জয়া আহসান নিজেই।



রোববার (৮ জুন) রাজধানীর একটি সিনেপ্লেক্সে তাণ্ডব সিনেমা দেখতে হাজির হয়ে জয়া বলেন, ‘ভাই, আপনারা এটাকে ফান মনে করতে পারেন কিন্তু আমি আমার সিনেমার টিকিট পাচ্ছি না। দুইটা টিকিট চেয়েছি সেটাও পাচ্ছি না। আমার মেজাজ খারাপ লাগছে।’

এরপর অভিনেত্রী বলেন, ‘আমার ভাবিকে নিয়ে আসছিলাম তাণ্ডব দেখব বলে। কিন্তু তাকে নিয়ে সিনেমাটা দেখতে পেলাম না। দেখি পরিচালককে বিষয়টা অবশ্যই বলব।’
তবে টিকিট না পেলেও তাণ্ডবের প্রতিটি শো হাউজফুল যাচ্ছে দেখে খুশি জয়া আহসান। তিনি বলেন, আমার মনে হয় আমি না বললেও দর্শকরা সিনেমাটা দেখবে। কারণ এই ছবিটা ফুল প্যাকেজ।

জানা গেছে, দেশজুড়ে ১৩৯টি প্রেক্ষাগৃহের মধ্যে ১৩৩টিতে ‘তাণ্ডব’ মুক্তি পেয়েছে। সব জায়গা থেকেই প্রশংসার বন্যা বইছে। শুধু প্রথম দিনেই সিনেপ্লেক্সে ২৮টি শো হয়েছিল, দ্বিতীয় দিন থেকে বাড়িয়ে তা ৩৫টি করা হয়েছে।

উল্লেখ্য, আলফা আই প্রযোজিত ও রায়হান রাফী পরিচালিত ‘তাণ্ডব’ সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন সাবিলা নূর। এছাড়াও অভিনয় করেছেন জয়া আহসান, আফজাল হোসেন, ডা. এজাজ, রোজী সিদ্দিকী, এফএস নাঈমসহ আরও অনেকে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews