মিরান্দা নিজেও চুমু খাওয়ার ছবি এনদ্রিককে ট্যাগ করে ইনস্টাগ্রামে পোস্ট করেছেন, যার ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আশা করি, তুমি আমার চোখে তাকিয়ে বুঝতে পারো তোমাকে কত ভালোবাসি। প্রতিটি শব্দ, অবিভ্যক্তি, দৃষ্টি, আলিঙ্গন, চুমু, প্রার্থনার জন্য ধন্যবাদ। এর সবকিছু প্রতিবারই যেন প্রথমবার। আমি তোমার সঙ্গে আছি। তোমাকে অনেক ভালোবাসি।’
মিরান্দা বয়সে এনদ্রিকের চেয়ে চার বছরের বড়। এনদ্রিকের বয়স ১৭, মিরান্দার ২১। এ জুটি প্রেম করছেন গত বছরের অক্টোবর থেকে। ইনস্টাগ্রামে দুজনই একে অপরের সঙ্গে একাধিক অন্তরঙ্গ ছবি পোস্ট করেছেন। মডেল হিসেবে কাজ করা মিরান্দা অবশ্য আগে থেকেই ইনস্টাগ্রামে পরিচিত মুখ ছিলেন।