ন্যায়বিচার পাওয়া শুরু করেছেন ভিনিসিয়ুস জুনিয়র। তার সঙ্গে বর্ণবাদী আচরণ করা ব্যক্তিদের শাস্তি দেয়া শুরু করেছেন আদালত। সেই ধারাবাহিকতায় এবার আরো ৪ জনকে কারাদন্ড দিয়েছেন রিয়ালের আদালত।
হেইট ক্রাইমের’ প্রমাণ পাওয়ায় চারজনকে ১৪ থেকে ২২ মাসের জেল দিয়েছেন আদালত। তাদের বিরুদ্ধে অপরাধ ২০২৩ সালে আতলেতিকো মাদ্রিদ ও রিয়াল মাদ্রিদের মধ্যেকার কোপা দেল রের ম্যাচের আগের ভিনিসিয়ুসের প্রতিকৃতি বানিয়ে তাতে ২০ নম্বর জাসি পরিয়ে ব্রিজের নিচে ঝুলিয়ে দেয়া হয়। সঙ্গে ব্যানারে লেখা ছিল, ‘রিয়ালকে ঘৃণা করে মাদ্রিদ।’ ইন্টারনেট