ভাঙচুরের পর দলীয় কার্যালয়ের সব মাল লুট করা হয়েছে দাবি করেছেন জাপার মহানগরের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন। তিনি বলেন, হামলাকারীরা কার্যালয়ের চেয়ার-টেবিল, কাগজপত্র ছাড়াও দরজা-জানালার গ্রিল ও সাইনবোর্ডের লোহালক্কড় পর্যন্ত খুলে নিয়ে গেছেন। এতে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
গত ৩০ আগস্ট খুলনায় জাপা কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে গণ অধিকার পরিষদের নেতা-কর্মীদের পাল্টাপাল্টি ধাওয়া হয়। আজ ভাঙচুরের সময় পুলিশ উপস্থিত থাকলেও তাঁদের কোনো তৎপরতা লক্ষ করা যায়নি।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম প্রথম আলোকে বলেন, গণ অধিকার পরিষদের নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল করে জাপা কার্যালয় ভাঙচুর করেছেন। এখন পরিস্থিতি শান্ত। এ ঘটনায় এখনো পুলিশের কাছে কেউ অভিযোগ করেননি।